ঢাকা ০৮:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

অস্ত্র দেখিয়ে ভাড়াটিয়াকে ধর্ষণের অভিযোগ বাড়ি মালিকে বিরুদ্ধে

  • Reporter Name
  • Update Time : ০৮:৩০:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুন ২০২১
  • ২৬৮ বার পড়া হয়েছে।

যশোরঃ

যশোরের অভয়নগরে ধারালো অস্ত্র (চাপট) দেখিয়ে ৩০ বছর বয়সী দুই সন্তানের জননীকে ধর্ষণের অভিযোগে বিটু আহমেদ (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে অভয়নগর থানা পুলিশ। বৃহস্পতিবার (১০জুন) ভোররাতে উপজেলার মশরহাটি গ্রামে এ ঘটনা ঘটে।

শরহাটি গ্রামের মৃত আবদুল ওহাবের ছেলে বিটু আহমেদের বাড়ির ভাড়াটিয়া ছিলেন ধর্ষণের শিকার ওই নারী। এ ঘটনায় অভয়নগর থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

ধর্ষণের শিকার নারী জানান, কয়েক বছর পূর্বে তার স্বামী দুই সন্তান ও তাকে ফেলে রেখে আরেকটি বিয়ে করে অন্যত্র চলে যায়। এরপর থেকে তিনি সন্তানদের নিয়ে ওই বাড়িতে ভাড়া থাকতেন। ঘটনার দিন বৃহস্পতিবার ফজরের নামাজের পর বাড়ির মালিক বিটু তার ঘরের দরজা খুলতে বলেন। দরজা খুললে মাংস কাটা ধারালো চাপট দেখিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। বিষয়টি জানাজানি করলে বিটু তাকে ও তার দুই কন্যা সন্তানকে হত্যা করবে বলেও হুমকি দেন। সকালে তিনি কৌশলে পালিয়ে অভয়নগর থানায় আসেন এবং বিটু আহমেদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেন।

এ ব্যাপারে অভয়নগর থানার ওসি (তদন্ত) মিলন কুমার মন্ডল জানান, ধর্ষণের অভিযোগে বিটু আহমেদ নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ধর্ষণের এ মামলাটি প্রক্রিয়াধীন আছে। মেডিকেলের জন্য ওই নারীকে যশোর সদর হাসপাতালে প্রেরণের প্রস্তুতি চলছে।

তবে বিটু আহমেদ তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমার বাড়ির ভাড়াটিয়া ওই নারী আমাকে জড়িয়ে মিথ্যা অভিযোগ করেছেন। এ ঘটনার সাথে আমি জড়িত নই। আমার বিরুদ্ধে পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করা হয়েছে।’

সবুজদেশ/এসইউ

Tag :

অস্ত্র দেখিয়ে ভাড়াটিয়াকে ধর্ষণের অভিযোগ বাড়ি মালিকে বিরুদ্ধে

Update Time : ০৮:৩০:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুন ২০২১

যশোরঃ

যশোরের অভয়নগরে ধারালো অস্ত্র (চাপট) দেখিয়ে ৩০ বছর বয়সী দুই সন্তানের জননীকে ধর্ষণের অভিযোগে বিটু আহমেদ (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে অভয়নগর থানা পুলিশ। বৃহস্পতিবার (১০জুন) ভোররাতে উপজেলার মশরহাটি গ্রামে এ ঘটনা ঘটে।

শরহাটি গ্রামের মৃত আবদুল ওহাবের ছেলে বিটু আহমেদের বাড়ির ভাড়াটিয়া ছিলেন ধর্ষণের শিকার ওই নারী। এ ঘটনায় অভয়নগর থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

ধর্ষণের শিকার নারী জানান, কয়েক বছর পূর্বে তার স্বামী দুই সন্তান ও তাকে ফেলে রেখে আরেকটি বিয়ে করে অন্যত্র চলে যায়। এরপর থেকে তিনি সন্তানদের নিয়ে ওই বাড়িতে ভাড়া থাকতেন। ঘটনার দিন বৃহস্পতিবার ফজরের নামাজের পর বাড়ির মালিক বিটু তার ঘরের দরজা খুলতে বলেন। দরজা খুললে মাংস কাটা ধারালো চাপট দেখিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। বিষয়টি জানাজানি করলে বিটু তাকে ও তার দুই কন্যা সন্তানকে হত্যা করবে বলেও হুমকি দেন। সকালে তিনি কৌশলে পালিয়ে অভয়নগর থানায় আসেন এবং বিটু আহমেদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেন।

এ ব্যাপারে অভয়নগর থানার ওসি (তদন্ত) মিলন কুমার মন্ডল জানান, ধর্ষণের অভিযোগে বিটু আহমেদ নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ধর্ষণের এ মামলাটি প্রক্রিয়াধীন আছে। মেডিকেলের জন্য ওই নারীকে যশোর সদর হাসপাতালে প্রেরণের প্রস্তুতি চলছে।

তবে বিটু আহমেদ তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমার বাড়ির ভাড়াটিয়া ওই নারী আমাকে জড়িয়ে মিথ্যা অভিযোগ করেছেন। এ ঘটনার সাথে আমি জড়িত নই। আমার বিরুদ্ধে পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করা হয়েছে।’

সবুজদেশ/এসইউ