চলতি বছর অ্যাপল নতুন তিনটি আইফোন উন্মোচন করবে বলে গুজব চলে আসছে বেশ কিছু দিন ধরে। এর মধ্যে বড় পর্দার একটি আইফোন X আনা হবে বলেও তথ্য পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে এই ডিভাইসটি হবে আইফোন X প্লাস।
এবার গুজবের তথ্যের প্রতিফলন দেখা গেছে আইওএস ১২ বেটা সংস্করণেও। নতুন ফার্মওয়্যারের আইকনে পাওয়া গেছে নতুন আইফোনের ছবি।
ফার্মওয়্যারে নতুন আইফোনের ছবি বের করেছেন অ্যাপলের রিভার্স-ইঞ্জিনিয়ার গুইলেরমে র্যাম্বো। চলতি সপ্তাহের শুরুতে আইওএস ১২ বেটা সংস্করণে ফাঁস হয়েছে নতুন বেজেললেস আইপ্যাডের আইকনও– খবর প্রযুক্তি সাইট ভার্জের।
র্যাম্বো জানিয়েছেন, এই আইকনগুলো এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং পূর্ণাঙ্গ নয়, তাই এর থেকে নতুন ডিভাইসের নিশ্চিত ধারণা পাওয়া যাচ্ছে না।
আগের বছর অ্যাপল হোমপডের ফার্মওয়্যার আপডেটে নতুন আইফোন X-এর নকশা ফাঁস হয়েছিল। তাই ধারণা করা হচ্ছে এবার নতুন আইকনের সঙ্গেও মিল পাওয়া যাবে আইফোন X প্লাস-এর।
সপ্তাহের শুরুতে আইওএস ১২ বেটা ৫ সংস্করণে সরু বেজেলের নতুন আইপ্যাড প্রো’র আইকন দেখা গেছে। আইফোন X-এর মতোই চারপাশে সামান্য বেজেল রাখা হতে পারে নতুন আইপ্যাড প্রো-তে। তবে এতে রাখা হবে না কোনো নচ।