আইপিএল দেখুন সবুজদেশ নিউজে: কলকাতা বনাম হায়দরাবাদ
সবুজদেশ ডেস্কঃ
চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়ামে এবারের আইপিএলে নিজেদের প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স।
নিজেদের প্রথম ম্যাচেই টস হেরেছে নাইটরা। ডেভিড ওয়ার্নারের সঙ্গে টস করতে নামেন কেকেআরের অধিনায়ক ইয়ন মরগ্যান। টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন হায়দরাবাদ অধিনায়ক ওয়ার্নার। ব্যাট করার আমন্ত্রণ জানান কেকেআর অধিনায়ক মরগ্যানকে।
গত আইপিএলে সেরা চারেও উঠতে পারেনি কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। ৫ নম্বরে থেকে শেষ করেছে। তবে সানরাইজার্স হায়দরাবাদ উঠেছে শেষ চারে। যদিও তারা বিদায় নিয়েছে কোয়ালিফায়ার থেকে।
এবার এই দু’দলেরই লক্ষ্য সূচনাটা শুরু করার। সে লক্ষ্যে টসে গিয়ে কিন্তু জয় পেয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। শুরুতেই ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলো তারা।
কেকেআর একাদশ
শুভমান গিল, রাহুল ত্রিপাথি, নিতিশ রানা, ইয়ন মরগ্যান (অধিনায়ক), দিনেশ কার্তিক (উইকেটরক্ষক), আন্দ্রে রাসেল, সাকিব আল হাসান, প্যাট কামিন্স, হরভজন সিং, প্রাসিদ কৃষ্ণা, বরুণ চক্রবর্তি।
সানরাইজার্স হায়দরাবাদ একাদশ
ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), মানিশ পান্ডে, জনি বেয়ারেস্ট, বিজয় শঙ্কর, মোহাম্মদ নবি, আবদুল সামাদ, রশিদ খান, ভুবনেশ্বর কুমার, সন্দীপ শর্মা এবং টি নটরাজন।
সরাসরি খেলা দেখুন…