আইরিশদের হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সিরিজের প্রথম ম্যাচে রেকর্ড গড়ে জয়ের পর আজ দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছিল স্বাগতিকরা। মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আইরিশদের বিপক্ষে এই ম্যাচেও দুর্দান্ত এক জয় পেয়েছে নিগার সুলতানা জ্যতির দল। দারুণ এই জয়ে ১ ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিয়েছে লাল-সবুজের দল।
প্রথপম ম্যাচে আগে ব্যাট করে বাংলাদেশ গড়েছিল ২৫২ রানের রেকর্ড সংগ্রহ। পরে সে লক্ষ্য তাড়া করতে নেমে আইরিশরা অল আউট হয়েছিল কেবল ৯৮ রানে। প্রথম ম্যাচ হারের পর আজ দ্বিতীয় ম্যাচে টসে জিতে আগে ব্যাতিংয়ের সিদ্ধান্ত নেয় সফরকারীরা।
তবে বাংলাদেশী বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে আজ আগে ব্যাট করেও খুব বড় সংগ্রহ গড়তে পারেনি আইরিশরা। সুলতানা খাতুন-নাহিদা আক্তারদের আঁটসাঁট বোলিংয়ে ৬ উইকেটে নির্ধারিত ৫০ ওভারে ১৯৩ রানের সংগ্রহ গড়ে আয়ারল্যান্ড।
জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। দলীয় ১৫ রানেই আউট হন ওপেনার মুর্শিদা খাতুন। তবে এরপর দলের হাল ধরেছিলেন আরেক ওপেনার ফারজানা হক ও শারমিন আক্তার। ফারজানা ফিফটি করে আউট হলেও ৭ রানের জন্য অর্ধশত রান পূরণ করতে পারেননি শারমিন।
দলীয় ১০৭ রানের মধ্যে ফারজানা ও শারমিন ফেরার পর নিগার সুলতানা জ্যতি খেলেছেন ৪০ রানের ইনিংস। ৪০ রান করে জ্যতি ফিরলেও জয় তুলে নিতে বেগ পেতে হয়নি টাইগ্রেসদের। শেষদিকে স্বর্ণা আক্তারের ২৯ রানের ইনিংসের সুবাদে ৫ উইকেটের জয় পায় বাংলাদেশ। এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ।
সবুজদেশ/এসইউ