আওয়ামী লীগ কায়দায় সার দেওয়া বন্ধ করা হবে: শিমুল খান
আওয়ামী লীগ কায়দায় সার দেওয়া বন্ধ করা হবে। কৃষক না হয়ে আওয়ামী লীগ কায়দায় ঘরে বসে সার নেবেন তা হবে না। ওই কায়দা ভুলে যান। পতিত স্বৈরাচার শেখ হাসিনা ও আওয়ামী লীগের দুঃশাসনের স্মৃতি মাথায় রেখে নতুন দেশ গড়ার স্বপ্ন নিয়ে রাজনীতি করতে হবে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী কমিটির তথ্য ও গবেষনা বিষয়ক সহ-সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল।
শুক্রবার বিকালে কোটচাঁদপুর উপজেলার সাফদারপুর ও দোড়া ইউনিয়ন কৃষক দলের আয়োজনে সাফদারপুর রেল স্টেশন সংলগ্ন মাঠে কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, আগামী সংসদ নির্বাচনে দল যাকে মনোনয়ন দিবে তার পক্ষে কাজ করা হবে। শেখ হাসিনা ছাত্র-জনতার ওপর গণহত্যা চালিয়েছে। জনগণ তাকে ক্ষমা করবে না। তাই ঐক্যবদ্ধ থেকে নিজেদের মধ্যে দ্বিধা-দ্বন্দ্ব ভুলে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে। আমাদের সহযোগী সংগঠনের অনেকের হাবভাব দেখে মনে হচ্ছে তাদের দল ক্ষমতায় চলে এসেছে। মক্কা অনেক দূর একলাফে যাওয়া যায় না। অনেক পথ পাড়ি দিয়ে যেতে হয়।
বিএনপির এই নেতা আরো বলেন, শেখ হাসিনা দীর্ঘ ১৬ বছরে কয়েক হাজার রাজনৈতিক নেতাকর্মীকে হত্যা-গুম করেছে। শেখ হাসিনা ভেবেছিল তার কখনো পতন হবে না। দেশের কোটি কোটি টাকা লুটপাট করে বিদেশে বেগমপাড়া বানিয়েছে শেখ হাসিনা ও তার সাঙ্গপাঙ্গরা। চারবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন, হাসিনা দেশটাকে ধ্বংস করে একদিন পালাবে। আজ হাসিনা ঠিকই পালিয়ে গেছে।
উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আয়েছ উদ্দিনের সভাপতিত্বে কৃষক সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক দলের সাংগঠনিক সম্পাদক ও জেলা কৃষক দলের আহ্বায়ক ওসমান আলী বিশ্বাস। কৃষক সমাবেশ উদ্বোধন করেন কেন্দ্রীয় কৃষক দলের সহ-সাধারণ সম্পাদক ইঞ্জিঃ মোমিনুর রহমান মোমিন।
এছাড়াও কৃষক সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপি সাধারণ সম্পাদ আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক মির্জা টিপু, জেলা কৃষক দলের যুগ্ন আহবায়ক আব্দুর রশিদ মোহন, জেলা কৃষক দলের যুগ্ন আহবায়ক লাভলুর রহমান বাবলু, জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক মীর ফয়েজ এলাহী শিমুল, উপজেলা কৃষক দলের আহবায়ক রফিকুল ইসলাম, সদস্য সচিব আবুল কাশেম বাবু, উপজেলা যুবদলের আহবায়ক আশরাফুজ্জামান খান মুকুল, সদস্য সচিব মাহফুজ আলম মামুন, পৌর যুবদলের আহবায়ক ফয়েজ আহমেদ তুফান প্রমুখ।
কৃষক সমাবেশ সঞ্চালনা করেন পৌর কৃষক দলের কৃষিবীদ ফিরোজ উদ্দিন মানিক ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক আবুল কাশেম। এ সময় বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদল ও শ্রমিকদল সহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সবুজদেশ/এসএএস