ঢাকা ০৯:৩০ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ৩০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

আওয়ামী লীগ নেতাদের নিয়ে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন ইউএনও

  • সবুজদেশ ডেস্ক:
  • Update Time : ০৭:১০:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
  • ৫৬ বার পড়া হয়েছে।

 

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাদের নিয়ে একটি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেছেন বলে অভিযোগ উঠেছে কুষ্টিয়ার মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল ইসলামের বিরুদ্ধে। গত শুক্রবার (১২সেপ্টেম্বর) মিরপুর পৌরসভার খন্দকবাড়ীয়ার কুঠিপাড়াতে এ ঘটনা ঘটে।

উদ্বোধনের সময় উপজেলা নির্বাহী অফিসার নাজমুল ইসলামের দুপাশে দাঁড়িয়ে রয়েছেন মিরপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বিশ্বজিৎ বিশ্বাস, পৌর আওয়ামী লীগের সদস্য আমজাদ হোসেন এবং সাবেক মেয়র প্রার্থী নজরুল করিম।

এদিকে, এ ঘটনায় ক্ষোভ জানিয়েছে বিএনপি। তাদের অভিযোগ, রাজনৈতিক বিবেচনায় ইউএনও দলীয় পক্ষপাত দেখিয়েছেন।

মিরপুর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক নাসিরুজ্জামান রানা বলেন, ‘‘গত ৫ সেপ্টেম্বর প্রয়াত বিএনপি নেতা ফজলুল হক মন্ডল স্মৃতি ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথি হওয়ার আমন্ত্রণ জানানো হলেও ইউএনও অপারগতা প্রকাশ করেন। তিনি তখন স্পষ্ট বলেন, কোনো রাজনৈতিক অনুষ্ঠানে যোগ দেবেন না। অথচ আওয়ামী লীগ নেতাদের উপস্থিতিতে তিনি টুর্নামেন্ট উদ্বোধন করেছেন।’’

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার টিপু সুলতান বলেন, ‘‘আমি নিজে তার অফিসে গিয়ে দাওয়াত দিয়েছিলাম। তখন তিনি বলেছেন, বিএনপি নেতাদের কোনো অনুষ্ঠানে তিনি যাবেন না। অথচ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে একই ধরনের অনুষ্ঠানে যোগ দিয়েছেন। এ বিষয়ে দলীয়ভাবে আলোচনা চলছে, প্রয়োজনে সংবাদ সম্মেলন করা হবে।’’

অভিযোগের বিষয়ে ইউএনও নাজমুল ইসলাম বলেন, ‘‘স্থানীয় একটি ক্লাবের আমন্ত্রণে টুর্নামেন্ট উদ্বোধন করেছি। সেখানে কারা উপস্থিত ছিলেন, তা আমার জানা ছিল না। এছাড়া, বিগত সরকারের সময়কার স্থানীয় নেতাদের অনেককেই আমি চিনিও না।’’

সবুজদেশ/এসএএস

Tag :

আওয়ামী লীগ নেতাদের নিয়ে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন ইউএনও

Update Time : ০৭:১০:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫

 

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাদের নিয়ে একটি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেছেন বলে অভিযোগ উঠেছে কুষ্টিয়ার মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল ইসলামের বিরুদ্ধে। গত শুক্রবার (১২সেপ্টেম্বর) মিরপুর পৌরসভার খন্দকবাড়ীয়ার কুঠিপাড়াতে এ ঘটনা ঘটে।

উদ্বোধনের সময় উপজেলা নির্বাহী অফিসার নাজমুল ইসলামের দুপাশে দাঁড়িয়ে রয়েছেন মিরপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বিশ্বজিৎ বিশ্বাস, পৌর আওয়ামী লীগের সদস্য আমজাদ হোসেন এবং সাবেক মেয়র প্রার্থী নজরুল করিম।

এদিকে, এ ঘটনায় ক্ষোভ জানিয়েছে বিএনপি। তাদের অভিযোগ, রাজনৈতিক বিবেচনায় ইউএনও দলীয় পক্ষপাত দেখিয়েছেন।

মিরপুর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক নাসিরুজ্জামান রানা বলেন, ‘‘গত ৫ সেপ্টেম্বর প্রয়াত বিএনপি নেতা ফজলুল হক মন্ডল স্মৃতি ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথি হওয়ার আমন্ত্রণ জানানো হলেও ইউএনও অপারগতা প্রকাশ করেন। তিনি তখন স্পষ্ট বলেন, কোনো রাজনৈতিক অনুষ্ঠানে যোগ দেবেন না। অথচ আওয়ামী লীগ নেতাদের উপস্থিতিতে তিনি টুর্নামেন্ট উদ্বোধন করেছেন।’’

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার টিপু সুলতান বলেন, ‘‘আমি নিজে তার অফিসে গিয়ে দাওয়াত দিয়েছিলাম। তখন তিনি বলেছেন, বিএনপি নেতাদের কোনো অনুষ্ঠানে তিনি যাবেন না। অথচ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে একই ধরনের অনুষ্ঠানে যোগ দিয়েছেন। এ বিষয়ে দলীয়ভাবে আলোচনা চলছে, প্রয়োজনে সংবাদ সম্মেলন করা হবে।’’

অভিযোগের বিষয়ে ইউএনও নাজমুল ইসলাম বলেন, ‘‘স্থানীয় একটি ক্লাবের আমন্ত্রণে টুর্নামেন্ট উদ্বোধন করেছি। সেখানে কারা উপস্থিত ছিলেন, তা আমার জানা ছিল না। এছাড়া, বিগত সরকারের সময়কার স্থানীয় নেতাদের অনেককেই আমি চিনিও না।’’

সবুজদেশ/এসএএস