ঢাকা ০৩:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জানুয়ারী ২০২৫, ১৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

আওয়ামী লীগ সরকারের কাছে আজহারীর ৮ দাবি (ভিডিও)

Reporter Name

সবুজদেশ ডেস্কঃ

ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের কাছে আটটি দাবি জানিয়েছেন বর্তমান সময়ের জনপ্রিয় ও আলোচিত বক্তা মিজানুর রহমান আজহারী।

কুমিল্লার কসবায় অনুষ্ঠিত এক ওয়াজ মাহফিলে আজহারী এসব দাবি জানিয়েছেন।

এ সংক্রান্ত একটি ওয়াজের ভিডিও শনিবার ইউটিউবে আপলোড করেছে ইসলামি মিডিয়া টিভি।

তবে ওই ওয়াজ মাহফিল কবে অনুষ্ঠিত হয়েছিল তা জানা যায়নি। আজহারী বলেন, ‘দেশ ভালো চলুক, শান্তিতে চলুক। দুর্নীতি না থাক, সন্ত্রাস না থাক– আমরা এটি চাই। আমরা সাধারণ মানুষ, এত রাজনীতির প্যাঁচগোজ বুঝি না।’

‘আমরা চাই শান্তি। আমরা চাই দুবেলা দুমুঠো ভাত। আমাদের সিকিউরিটি (নিরাপত্তা) আর আমাদের ইসলাম।’

তিনি বলেন, ‘যে দেশে আল্লাহু আকবর ধ্বনির সঙ্গে সূর্য ওঠে, আল্লাহু আকবর ধ্বনির সঙ্গে সূর্য ডুবে, সে দেশে আর কিছু থাক বা না থাক ইসলাম থাকবেই।’

জনপ্রিয় এই বক্তা আরও বলেন, ‘আমরা চাই– আমাদের ইসলামের বিরুদ্ধে কেউ কথা না বলুক। আমার নবীর (স.) সম্মান নিয়ে কেউ ছিনিমিনি না খেলুক। আমরা চাই, কোরআনের বিরুদ্ধে কথা বলার স্পর্ধা যেন কারও কলিজায় না হয়।’

‘সাধারণ জনগণ হিসেবে কি এতটুকু চাওয়া-পাওয়া আমাদের থাকতে পারে না? আমাদের নেতা-নেত্রীদের কাছে শুধু এটিই চাই।’

About Author Information
আপডেট সময় : ০২:০১:৫১ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২০
৬২৫ Time View

আওয়ামী লীগ সরকারের কাছে আজহারীর ৮ দাবি (ভিডিও)

আপডেট সময় : ০২:০১:৫১ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২০

সবুজদেশ ডেস্কঃ

ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের কাছে আটটি দাবি জানিয়েছেন বর্তমান সময়ের জনপ্রিয় ও আলোচিত বক্তা মিজানুর রহমান আজহারী।

কুমিল্লার কসবায় অনুষ্ঠিত এক ওয়াজ মাহফিলে আজহারী এসব দাবি জানিয়েছেন।

এ সংক্রান্ত একটি ওয়াজের ভিডিও শনিবার ইউটিউবে আপলোড করেছে ইসলামি মিডিয়া টিভি।

তবে ওই ওয়াজ মাহফিল কবে অনুষ্ঠিত হয়েছিল তা জানা যায়নি। আজহারী বলেন, ‘দেশ ভালো চলুক, শান্তিতে চলুক। দুর্নীতি না থাক, সন্ত্রাস না থাক– আমরা এটি চাই। আমরা সাধারণ মানুষ, এত রাজনীতির প্যাঁচগোজ বুঝি না।’

‘আমরা চাই শান্তি। আমরা চাই দুবেলা দুমুঠো ভাত। আমাদের সিকিউরিটি (নিরাপত্তা) আর আমাদের ইসলাম।’

তিনি বলেন, ‘যে দেশে আল্লাহু আকবর ধ্বনির সঙ্গে সূর্য ওঠে, আল্লাহু আকবর ধ্বনির সঙ্গে সূর্য ডুবে, সে দেশে আর কিছু থাক বা না থাক ইসলাম থাকবেই।’

জনপ্রিয় এই বক্তা আরও বলেন, ‘আমরা চাই– আমাদের ইসলামের বিরুদ্ধে কেউ কথা না বলুক। আমার নবীর (স.) সম্মান নিয়ে কেউ ছিনিমিনি না খেলুক। আমরা চাই, কোরআনের বিরুদ্ধে কথা বলার স্পর্ধা যেন কারও কলিজায় না হয়।’

‘সাধারণ জনগণ হিসেবে কি এতটুকু চাওয়া-পাওয়া আমাদের থাকতে পারে না? আমাদের নেতা-নেত্রীদের কাছে শুধু এটিই চাই।’