ঢাকা ০৮:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

আওয়ামী লীগ স্বৈরাচার নয়, স্বৈরাচারের বাবা: মির্জা ফখরুল

Reporter Name

ঢাকাঃ

বর্তমান সরকারকে ‘স্বৈরাচারের বাবা’ হিসেবে আখ্যা দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার দুপুরে সুপ্রিমকোর্ট বার অ্যাসোসিয়েশন মিলনায়তনে এক আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৫তম জন্মদিন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।

মির্জা ফখরুল বলেন, ‘অনেকেই বলেন– এটি স্বৈরাচার সরকার। এরা স্বৈরাচার নয়, স্বৈরাচারের বাবা, ফ্যাসিবাদী। স্বৈরাচার হলে তাদের ন্যূনতম একটা কিছু থাকে। আইয়ুব খান ছিল স্বৈরাচার, ডিক্টেটর— তখনও এই অবস্থা ছিল না। এটি তো ফ্যাসিবাদ। কিছু নেই, একজন, এক ব্যক্তির শাসন।’

স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবুর সভাপতিত্বে বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নাল আবেদীন, শওকত মাহমুদ, যুগ্ম মহাসচিব হাবীব-উন নবী খান সোহেল, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, সাংবাদিক নেতা আবদাল আহমেদ, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ প্রমুখ এতে বক্তব্য রাখেন।

About Author Information
আপডেট সময় : ০৫:৪৬:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০১৯
৩২৮ Time View

আওয়ামী লীগ স্বৈরাচার নয়, স্বৈরাচারের বাবা: মির্জা ফখরুল

আপডেট সময় : ০৫:৪৬:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০১৯

ঢাকাঃ

বর্তমান সরকারকে ‘স্বৈরাচারের বাবা’ হিসেবে আখ্যা দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার দুপুরে সুপ্রিমকোর্ট বার অ্যাসোসিয়েশন মিলনায়তনে এক আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৫তম জন্মদিন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।

মির্জা ফখরুল বলেন, ‘অনেকেই বলেন– এটি স্বৈরাচার সরকার। এরা স্বৈরাচার নয়, স্বৈরাচারের বাবা, ফ্যাসিবাদী। স্বৈরাচার হলে তাদের ন্যূনতম একটা কিছু থাকে। আইয়ুব খান ছিল স্বৈরাচার, ডিক্টেটর— তখনও এই অবস্থা ছিল না। এটি তো ফ্যাসিবাদ। কিছু নেই, একজন, এক ব্যক্তির শাসন।’

স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবুর সভাপতিত্বে বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নাল আবেদীন, শওকত মাহমুদ, যুগ্ম মহাসচিব হাবীব-উন নবী খান সোহেল, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, সাংবাদিক নেতা আবদাল আহমেদ, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ প্রমুখ এতে বক্তব্য রাখেন।