ঢাকা ০৯:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫, ১২ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

আগামী মাসেই শুটিংয়ে ফিরছি: পরীমনি

  • Reporter Name
  • Update Time : ০৫:৪৫:৩৪ অপরাহ্ন, শনিবার, ১১ সেপ্টেম্বর ২০২১
  • ২৪৮ Time View

সবুজদেশ ডেস্ক:

ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী পরীমনি আগামী মাসে শুটিংয়ে ফেরার কথা জানিয়েছেন।

আজ শনিবার দুপুরে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

পরীমনি বলেন, ‘আমি একজন শিল্পী। অভিনয়ের মাধ্যমেই সবাই আমাকে চেনেন। অভিনয় করতে না পারলে মন খারাপ হয়।’

তিনি আরও বলেন, ‘আগামী মাসেই শুটিংয়ে ফিরবো। পরিচালক প্রযোজকদের সঙ্গে কথা হচ্ছে। আশা করছি ভালো একটা দিন ঠিক করে আবার শুটিং শুরু করবো।’

পরীমনি অভিনীত রাশিদ পলাশ পরিচালিত ‘প্রীতিলতা’ সিনেমার শুটিং বাকি আছে। এই সিনেমায় ব্রিটিশবিরোধী আন্দোলনের অন্যতম যোদ্ধা এবং প্রথম বিপ্লবী নারী শহীদ প্রীতিলতা ওয়াদ্দেদারের চরিত্রে অভিনয় করছেন তিনি।

ইফতেখার শুভ পরিচালিত ‘মুখোশ’ সিনেমার শুটিংয়ে সবশেষ অংশ নিয়েছিলেন পরীমনি। তিনি সঞ্জয় সমাদ্দার পরিচালিত ‘বায়োপিক’ সিনেমায়ও চুক্তিবদ্ধ হয়েছেন। গিয়াসউদ্দিন সেলিমের ‘গুনীন’ সিনেমাতেও তার অভিনয়ের কথা শোনা যাচ্ছে।

চলতি বছরের মার্চে পরীমনি অভিনীত সবশেষ মুক্তি পাওয়া সিনেমা হলো তৌকীর আহমেদ ‘স্ফুলিঙ্গ’।

Tag :