সবুজদেশ ডেস্কঃ
আল-জাজিরা আরবি টিভি চ্যানেলের সাংবাদিক গিভারা বুদেইরিকে গ্রেপ্তারের পর ছেড়ে দিয়েছে ইসরাইলি পুলিশ। পূর্ব জেরুজালেমের একটি আন্দোলনে সংবাদ সংগ্রহ করার সময় শনিবার তাকে গ্রেপ্তার করা হয়। আল-জাজিরার পক্ষ থেকে দাবি করা হচ্ছে, ওই সাংবাদিককে ইসরাইলি পুলিশ হেনস্থা করেছে এবং ক্যামেরাম্যান নাবিল মাজাওয়ির সঙ্গে থাকা নানা সরঞ্জাম নষ্টের চেষ্টা করেছে। সাংবাদিক বুদেইরি অভিযোগ করেছেন, চারদিক থেকে পুলিশ এসে তাকে দেয়ালের দিকে চেপে ধরে। এরপর তাকে গাড়িতে নিয়ে যাওয়ার সময় লাথি দেয়া হয়।
ইসরাইলি বসতি স্থাপন নিয়ে সাম্প্রতিক সময়ে দীর্ঘ প্রতিবাদ দেখা গেছে পশ্চিম তীরে। সেরকমই একটি প্রতিবাদ সমাবেশের সংবাদ সংগ্রহ করছিলেন বলে জানিয়েছেন বুদেইরি। তিনি ২০০০ সাল থেকে আল-জাজিরায় কাজ করছেন।
তাকে গ্রেপ্তারের সময় তার গায়ে ‘প্রেস’ লেখা একটি জ্যাকেট ছিল। তার কাছে ছিল ইসরাইল সরকারের প্রেস অফিস কার্ডও। তারপরেও তার সঙ্গে সন্ত্রাসীর মতো করে ব্যবহার করা হয়েছে।
ইসরাইলি পুলিশ জানিয়েছে, সাংবাদিক বুদেইরি সেখানে একজন নারী সেনাকে লাথি মেরেছেন। এ কারণেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ অভিযোগ অস্বীকার করেছেন বুদেইরি। যদিও অপরাধ ছোট বিবেচনায় তাকে ছেড়ে দিয়েছে পুলিশ। তবে আগামি ১৫ দিন তিনি শেখ জাররাহ এলাকায় যেতে পারবেন না বলেও নির্দেশনা দেয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে।
সবুজদেশ/এসইউ
Reporter Name 


















