আটকে পড়া জাহাজ থেকে ১৪ জন নাবিক উদ্ধার
বাগেরহাটঃ
বাগেরহাটে ইউরিয়া বোঝাই আটকে পড়া গ্রাউন্ডেড লাইটার থেকে ১৪ জন নাবিক উদ্ধার করেছে কোষ্টগার্ড। শুক্রবার সকালে শরণখোলা উপজেলার মেহের আলী এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।
উদ্ধারকৃতরা হলেন, গোপালগঞ্জের মোঃ জামাল হোসেন, নড়াইলের উজ্জল হোসেন, সালমান মোল্লা, হারূন মোল্লা, হাসান শেখ, মাকিবুল ইসলাম, মানিক হোসেন, ইমাম হোসেন, কিশোরগঞ্জেরআরাফাত হোসেন, চট্টগ্রামের শাহাদাত হোসেন, ফেনীর জাহাঙ্গীর, ফরিদপুরের রবিন শেখ, মাদারীপুরের রাকিবুল ইসলাম, মুন্সিগঞ্জের আরিফ হোসেন।
কোস্টগার্ডের গোয়েন্দা কর্মকতা লে : ইমতিয়াজ আলম জানান, ১৪ জন ক্রু এবং ৯শ ৫০ টন ইউরিয়া সারসহ লাইটার জাহাজ এমভি নিউ পারভীন-২ ডুবোচরে আটকে পড়েছে এমন সংবাদ পাওয়ার পর কোস্টগার্ডের স্টেশান দুবলার একটি উদ্ধারকারী দল সকালে ১৪ জন ক্রুকে উদ্ধার করে। উদ্ধারকৃতদের জাহাজের মালিক পক্ষের প্রতিনিধির নিকট হস্তান্তর করা হবে বলে তিনি জানান।
তিনি আরো জানান, দুর্ঘটনা কবলিত জাহাজটি উদ্ধারের জন্য মালিক পক্ষের প্রতিনিধিরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করছে।