আট উপজেলা নির্বাচনে অংশ নেবে বিএনপি- মির্জা ফখরুল
ঢাকাঃ
আসন্ন আট উপজেলা নির্বাচনে দলীয় প্রতীকে অংশ নেবে বিএনপি। শনিবার গুলশানের বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক শেষে এ তথ্য জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, আগামী ১৪ অক্টোবর যে আটটি উপজেলায় নির্বাচন হবে সেগুলোতে আমরা দলীয় প্রতীকে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি।
খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে তিনি বলেন, ম্যাডামের শারিরীক অবস্থার কোন উন্নতি হয়নি। তার প্রেসার উঠানামা করছে, তার শরীরে সুগারের অবস্থা খুবই আশঙ্কাজনক।
তিনি খালেদার উন্নত চিকিৎসার জন্য অবিলম্বে মুক্তির দাবি জানান।
ফখরুল বলেন, অতি সম্প্রতি ভারতের কিছু পত্র-পত্রিকায় দেখা গেছে আসামের মন্ত্রীবর্গ, বিজেপির কিছু নেতা, কেন্দ্রীয় কয়েকজন মন্ত্রী বলেছেন- আসামে যে নাগরিক বন্দি তৈরি করা হয়েছে এরমধ্যে যে ১৯ লক্ষ নাগরিক বাদ পড়েছে তাদের অধিকাংশই বাংলাদেশি। আমরা এই সমস্ত বক্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছি। এ ধরনের বক্তব্য কিছুটা উদ্দেশ্যপ্রণোদিত। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে ভারতের এই বক্তব্যে আমাদের সরকার একেবারেই নিরব রয়েছে। আমরা বাংলাদেশ সরকারের কাছে এই নিরব থাকার পরিষ্কার ব্যাখ্যা চাই।
স্থায়ী কমিটির সভায় আরো উপস্থিত ছিলেন, ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যরিস্টার মওদুদ আহমদ, ব্যরিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু।