আত্মহননের চেষ্টায় ব্যর্থ মানুষ গুলোকে সমাজের মূল ধারায় ফিরিয়ে আনতে হবে। এ জন্য আমাদের ওই সব মানুষ গুলোর পাশে দাঁড়াতে হবে। বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বলুহর ইউনিয়ন পরিষদের অডিটোরিয়ামে বিশেষ উঠান বৈঠক প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন ঝিনাইদহের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল।
তিনি বলেন, যারা আত্মহননের চেষ্টা করে ব্যর্থ হন, তারা সমাজের মানুষের কাছে কিছুটা হলেও ছোট হয়ে যান। তারা আর দশটা মানুষের মত করে সবার সঙ্গে মিলতে পারেন না। বাংলাদেশের মধ্যে ঝিনাইদহ জেলা সব থেকে আত্মহত্যা প্রবন একটা জেলা। আমরা এ জেলার প্রতিটি উপজেলায় ওই বিষয়টি নিয়ে কাজ করছি। ইতোমধ্যে আমরা কয়েকটি উপজেলার কিছু ইউনিয়নে কাজ করেছি। হয়তো জেলার প্রতিটি উপজেলার ইউনিয়নে গিয়ে তাদের কথা শোনা ও তাদের নিয়ে কাজ করা আমার পক্ষে সম্ভব হবে না। তবে সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন সহ সকলকে তাদের নিয়ে কাজ করতে বলা হয়েছে। জেলা প্রশাসক বলেন, মূলত ওই মানুষ গুলোকে সমাজের মূল ধারায় ফিরিয়ে আনায় আমাদের মূল লক্ষ্য।সেটা নিয়েই আমরা এগিয়ে যাচ্ছি।
এ সময় ওই উঠান বৈঠক উপস্থিত আত্মহননে ব্যর্থ মানুষগুলোকে নিয়ে উপজেলা প্রশাসনের সকলকে একত্রে কাজ করার কথাও বলেন তিনি। জীবনকে ভালবাসুন, আত্মহত্যাকে না বলুন এ প্রতিপাদ্যে কে সামনে রেখে সচেতন করার লক্ষ্যেই এই উঠান বৈঠক করা হচ্ছে। উঠান বৈঠক সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার কাজী আনিসুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানভীর ইসলাম,কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্স স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আমানউল্লাহ আল- মামুন, কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কবির হোসেন মাতুব্বর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, সমাজ সেবা অফিসার বসির আহমেদ, মহিলা বিষয়ক কর্মকর্তা শিলা বেগম,বলুহর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওলিয়ায় বহমান ।
এ সময় বলুহর ইউনিয়নের ৯ টি ওয়ার্ড থেকে গত ২৫ বছরে আত্মহনন করতে ব্যর্থ হওয়া ৪৫ জন নারী পুরুষ উপস্থিত ছিলেন। এর মধ্যে ১৫ জন পুরুষ আর ৩০ জন নারী।তারা ওই সময় তাদের আত্মহনন করার গল্প তুলে ধরেন। এ সব গল্পের প্রায় পারিবারিক ঘটনা উঠে আসে। হাতে গোনা কিছু ছিল প্রেম ও বিপন্নতা এমনটাই জানিয়েছেন সংশ্লিষ্টরা। সার্বিক অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা তথ্য সেবা কর্মকর্তা তানিয়া সুলতানা।
সবুজদেশ/এসইউ