ঢাকা ০১:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

আন্দোলন প্রত্যাহার, কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কে বাস চলাচল স্বাভাবিক

 

দুই দিন পর বাস চলাচল স্বাভাবিক হয়েছে যশোর -চুয়াডাঙ্গা ভায়া কোটচাঁদপুর সড়কে। ঝিনাইদহের জেলা প্রশাসকের আশ্বাসে অবস্থা স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোটচাঁদপুরের আহ্বায়ক হৃদয় আহসান।

সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, দেশ স্বাধীনের পর থেকে যশোর-চুয়াডাঙ্গা ভায়া কোটচাঁদপুর সড়কে সরাসরি বাস চলাচল করতো। গত ১০/১২ বছর আগে গাড়ির ট্রিপ নিয়ে কালীগঞ্জ -চুয়াডাঙ্গা মালিক সমিতির অভ্যন্তরীণ কোন্দল দেখা দেয়। এতে করে তারা বন্ধ করে দেন যশোর চুয়াডাঙ্গা সড়কে সরাসরি বাস চলাচল। এর পরিবর্তে বাস চলতে শুরু করে যশোর থেকে হাসাদহ। আর চুয়াডাঙ্গা থেকে হাসাদহ পর্যন্ত। এতে করে যাত্রী ভোগান্তি বাড়লেও সংশ্লিষ্ট দের কোন নজরদারি ছিল না। এ কারনে ফ্যাসিট সরকারের পতনের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ উদ্দ্যোগ নেন সরাসরি বাস চালুর। কথা বলেন উভয় মালিক পক্ষের সঙ্গে। মীমাংসাও হয় ওই সভায়। চলতে শুরু করেন সরাসরি বাস।

কিছু দিন চলার পর তা আবারও বন্ধ হয়ে যায়। এর পেক্ষিতে বুধবার সকাল থেকে কোটচাঁদপুর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ বাস চলাচল আটকে দেন। তবে সমাধান না হওয়ায় দ্বিতীয় দিনের মত বৃহস্পতিবার সকাল থেকে আবারও বাস চলাচল আটকে দেন সংগঠনটি। এতে করে চরম ভোগান্তি পোহাতে হয়েছে সাধারণ যাত্রীরা।

এরপর বৃহস্পতিবার রাত ১২ টার দিকে কালীগঞ্জ মোটর মালিক সমিতির অফিসে আলোচনায় বসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বাস মালিক সমিতির নেতৃবৃন্দ। এ ছাড়া উপস্থিত ছিলেন প্রশাসনের কর্মকর্তারা। বিষয়টি নিয়ে আলোচনার পর আন্দোলন প্রত্যাহার করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। এ কারনে শুক্রবার সকাল থেকে যশোর চুয়াডাঙ্গা ভায়া কোটচাঁদপুর সড়কে বাস চলাচল স্বাভাবিক হয়েছে। তবে সমস্যা সমাধান হয়নি।

বিষয়টি নিয়ে জেলা প্রশাসক বসবেন বলে নিশ্চিত করেছেন কোটচাঁদপুর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হৃদয় আহসান।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে যশোর-চুয়াডাঙ্গা সড়কের যাত্রীরা ভোগান্তিতে ছিলেন। এ কারনে ফ্যাসিস্ট সরকারের পতনের পর গত ৩০-১১-২৪ তারিখে এ সমস্যা সমাধানের জন্য দুই মালিক সমিতির সঙ্গে বসা হয়। তারা সরাসরি বাস চালাতে মত প্রকাশ ও করেন। এরপর কিছু চালছিল। পরে আবারও বন্ধ করে দেন তারা।

এ কারনে আমরা দীর্ঘদিনের এ সমস্যা সমাধানের জন্য বুধবার সকালে কোটচাঁদপুর মেইন বাসস্ট্যান্ডে বাস আটকে দেয়া হয়। সমাধান না হওয়ায় বৃহস্পতিবার সারাদিন আটকে দেয়া হয় বাস। এরপর বৃহস্পতিবার রাত ১২ দিকে কালিগঞ্জে বসা হয়। এরপর আলোচনার পেক্ষিতে ও জেলা প্রশাসকের আশ্বাসে আমরা আন্দোলন প্রত্যাহর করে নিয়েছি।

এ ব্যাপারে কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতৃবৃন্দ বাস বন্ধ করে আন্দোলন করছিল। জানতে পারলাম তাদের সঙ্গে বিষয়টি নিয়ে মালিক পক্ষের কথা হয়েছে। শুক্রবার সকাল থেকে তারা আন্দোলন প্রত্যাহার করেছেন। এতে করে শুক্রবার সকাল থেকে বাস চলাচল স্বাভাবিক হয়েছে বলে জানতে পেরেছি।

বিষয়টি নিয়ে কোটচাঁদপুর উপজেলা নির্বাহী অফিসার কাজী আনিসুল ইসলামের সঙ্গে কথা বলতে মোবাইলে যোগাযোগ করা হয়। তবে তিনি ফোন রিসিভ না করায় মন্তব্য জানা সম্ভব হয়নি।

সবুজদেশ/এসএএস

Tag :

আন্দোলন প্রত্যাহার, কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কে বাস চলাচল স্বাভাবিক

Update Time : ০৭:০৬:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫

 

দুই দিন পর বাস চলাচল স্বাভাবিক হয়েছে যশোর -চুয়াডাঙ্গা ভায়া কোটচাঁদপুর সড়কে। ঝিনাইদহের জেলা প্রশাসকের আশ্বাসে অবস্থা স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোটচাঁদপুরের আহ্বায়ক হৃদয় আহসান।

সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, দেশ স্বাধীনের পর থেকে যশোর-চুয়াডাঙ্গা ভায়া কোটচাঁদপুর সড়কে সরাসরি বাস চলাচল করতো। গত ১০/১২ বছর আগে গাড়ির ট্রিপ নিয়ে কালীগঞ্জ -চুয়াডাঙ্গা মালিক সমিতির অভ্যন্তরীণ কোন্দল দেখা দেয়। এতে করে তারা বন্ধ করে দেন যশোর চুয়াডাঙ্গা সড়কে সরাসরি বাস চলাচল। এর পরিবর্তে বাস চলতে শুরু করে যশোর থেকে হাসাদহ। আর চুয়াডাঙ্গা থেকে হাসাদহ পর্যন্ত। এতে করে যাত্রী ভোগান্তি বাড়লেও সংশ্লিষ্ট দের কোন নজরদারি ছিল না। এ কারনে ফ্যাসিট সরকারের পতনের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ উদ্দ্যোগ নেন সরাসরি বাস চালুর। কথা বলেন উভয় মালিক পক্ষের সঙ্গে। মীমাংসাও হয় ওই সভায়। চলতে শুরু করেন সরাসরি বাস।

কিছু দিন চলার পর তা আবারও বন্ধ হয়ে যায়। এর পেক্ষিতে বুধবার সকাল থেকে কোটচাঁদপুর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ বাস চলাচল আটকে দেন। তবে সমাধান না হওয়ায় দ্বিতীয় দিনের মত বৃহস্পতিবার সকাল থেকে আবারও বাস চলাচল আটকে দেন সংগঠনটি। এতে করে চরম ভোগান্তি পোহাতে হয়েছে সাধারণ যাত্রীরা।

এরপর বৃহস্পতিবার রাত ১২ টার দিকে কালীগঞ্জ মোটর মালিক সমিতির অফিসে আলোচনায় বসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বাস মালিক সমিতির নেতৃবৃন্দ। এ ছাড়া উপস্থিত ছিলেন প্রশাসনের কর্মকর্তারা। বিষয়টি নিয়ে আলোচনার পর আন্দোলন প্রত্যাহার করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। এ কারনে শুক্রবার সকাল থেকে যশোর চুয়াডাঙ্গা ভায়া কোটচাঁদপুর সড়কে বাস চলাচল স্বাভাবিক হয়েছে। তবে সমস্যা সমাধান হয়নি।

বিষয়টি নিয়ে জেলা প্রশাসক বসবেন বলে নিশ্চিত করেছেন কোটচাঁদপুর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হৃদয় আহসান।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে যশোর-চুয়াডাঙ্গা সড়কের যাত্রীরা ভোগান্তিতে ছিলেন। এ কারনে ফ্যাসিস্ট সরকারের পতনের পর গত ৩০-১১-২৪ তারিখে এ সমস্যা সমাধানের জন্য দুই মালিক সমিতির সঙ্গে বসা হয়। তারা সরাসরি বাস চালাতে মত প্রকাশ ও করেন। এরপর কিছু চালছিল। পরে আবারও বন্ধ করে দেন তারা।

এ কারনে আমরা দীর্ঘদিনের এ সমস্যা সমাধানের জন্য বুধবার সকালে কোটচাঁদপুর মেইন বাসস্ট্যান্ডে বাস আটকে দেয়া হয়। সমাধান না হওয়ায় বৃহস্পতিবার সারাদিন আটকে দেয়া হয় বাস। এরপর বৃহস্পতিবার রাত ১২ দিকে কালিগঞ্জে বসা হয়। এরপর আলোচনার পেক্ষিতে ও জেলা প্রশাসকের আশ্বাসে আমরা আন্দোলন প্রত্যাহর করে নিয়েছি।

এ ব্যাপারে কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতৃবৃন্দ বাস বন্ধ করে আন্দোলন করছিল। জানতে পারলাম তাদের সঙ্গে বিষয়টি নিয়ে মালিক পক্ষের কথা হয়েছে। শুক্রবার সকাল থেকে তারা আন্দোলন প্রত্যাহার করেছেন। এতে করে শুক্রবার সকাল থেকে বাস চলাচল স্বাভাবিক হয়েছে বলে জানতে পেরেছি।

বিষয়টি নিয়ে কোটচাঁদপুর উপজেলা নির্বাহী অফিসার কাজী আনিসুল ইসলামের সঙ্গে কথা বলতে মোবাইলে যোগাযোগ করা হয়। তবে তিনি ফোন রিসিভ না করায় মন্তব্য জানা সম্ভব হয়নি।

সবুজদেশ/এসএএস