আফগানিস্তানে ফিরতে চান সেই ভারতীয় শিক্ষক
সবুজদেশ ডেস্কঃ
তালেবান নিয়ে আফগান ফেরত ভারতীয় এক শিক্ষকের বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ওই শিক্ষকের নাম তমাল ভট্টাচার্য। তিনি জানান, তালেবানরা তাদের কোনও ক্ষতি করা তো দূরের কথা অতিথিসুলভ ব্যবহার করেছে।
ভারতীয় সংবাদমাধ্যমে দেওয়া লাইভ সাক্ষাৎকারে আফগান ফেরত তমাল ভট্টাচার্য বলেন, আমরা কাউকে বিশ্বাস করতে পারি না। তাই রিস্ক না নিয়ে ঠিক করি যে দেশে ফিরে আসব। ওরা কেউ আমাদের এক চুলও ধরেনি। ভাল ব্যবহারও করেছে। আমাদেরকে খাবার, ওষুধ, জল সব দিয়েছে। আমাদের যাতে কেউ ক্ষতি করতে না পারে সেদিকে দায়িত্ব নিয়ে নজর দিয়েছে। ওদের কাছে কিন্তু আমরা অতিথি ছিলাম। সেভাবেই ব্যবহার করেছে আমাদের সঙ্গে।
তিনি আরও বলেন, ওদের সাহায্য ছাড়া আমরা বের হতেই পারতাম না। আফগানিস্তানে শিক্ষা, স্বাস্থ্যক্ষেত্র এবং অর্থনীতি এই তিন ক্ষেত্রে যে সব ভারতীয়রা ও অন্যান্য কাজ করতেন তাদের বলা হয়েছে যত তাড়াতাড়ি সম্ভব সে দেশে ফিরে যাওয়ার জন্য। যদিও আমরা জানি না ভবিষ্যতে কী হতে চলেছে।
পরিবারকে স্বস্তি দিয়ে রোববার রাতেই আফগানিস্তান থেকে দেশে ফিরেছে আটকে থাকা ২ বাঙালি। নিমতার বাসিন্দা তমাল ভট্টাচার্য এবং লেক ভিউয়ের বাসিন্দা স্মরজিৎ মুখোপাধ্যায়ের চোখেমুখে কিছুটা আতঙ্ক ছিল। তবে তালেবানরা সুরক্ষা ও চাকরির গ্যারান্টি দিলে তিনি ফের ফিরে যাবেন আফগানিস্তানে এমনটাই জানালেন তমাল।
পাশাপাশি আশরাফ গনি সরকারকেও একহাত নেন তিনি। তমাল ভট্টাচার্য বলেন, গনি সরকার ও তালেবান সরকারের মধ্যে ব্যবহারে পার্থক্য রয়েছে। তালেবান সরকার আশরাফ গনি সরকারের চেয়ে ভালো হতে পারে।