ঢাকা ০৫:২৪ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫, ১২ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

আফগান ছাড়তে নারাজ একমাত্র হিন্দু পূজারী

  • Reporter Name
  • Update Time : ০৭:৪২:১৭ অপরাহ্ন, সোমবার, ১৬ অগাস্ট ২০২১
  • ১৫৩ Time View

সবুজদেশ ডেস্কঃ

তালেবান ক্ষমতায় আসার পর যেকোনো সম্প্রদায়ের মানুষ এখন আফগানিস্তান ত্যাগ করতে চাইছেন। ব্যাতিক্রম কেবল , পণ্ডিত রাজেশ কুমার।

কাবুলের একটি হিন্দু মন্দিরের পুরোহিত রাজেশ জানিয়েছেন তিনি কোনোমতেই কাবুল ছেড়ে পালাবেন না। রাজেশ কুমার সম্ভবত আফগান রাজধানী কাবুলে বসবাসকারী শেষ হিন্দু পুরোহিত। অনেকেই তাঁকে জিগেস করেছেন এই পরিস্থিতিতে কেন তিনি কাবুলে থাকতে চাইছেন ? রাজেশ কুমারের স্পষ্ট উত্তর- আমি মন্দির ছেড়ে যেতে পারবো না।

কাবুলের রতন নাথ মন্দিরের এই পুরোহিত জানিয়েছেন , কিছু হিন্দু সম্প্রদায়ের মানুষ তাকে কাবুল ছেড়ে যেতে অনুরোধ করেছিলেন, এমনকি তার যাতায়াতের ব্যবস্থাও করে দেবার আশ্বাস দিয়েছিলেন। তিনি অবশ্য তাদের সবাইকে জানিয়ে দিয়েছেন মন্দির ত্যাগ করতে পারবেন না। রাজেশ কুমার জানিয়েছেন , “আমার পূর্বপুরুষরা শত শত বছর ধরে এই মন্দিরে সেবা করেছেন ।

আমি এটি পরিত্যাগ করব না। যদি তালেবানরা আমাকে হত্যা করে, আমি এটিকে আমার সেবা বলেই মেনে নেবো ।” এর আগে তালেবানের ভয়ে আফগানিস্তান ছেড়েছেন সে দেশের শেষ ইহুদি পুরোহিত জাবুলন সিমান্তব। হেরাতের একমাত্র ইহুদি উপাসনালয়ের দেখভাল করতেন তিনি। একসময় হেরাতে বহু ইহুদি বাস করতেন। কিন্তু এখন আর কেউ নেই।

আফগানিস্তানের রাজধানী কাবুলের পতনের পর দেশটি পুরোপুরিভাবে তালেবানের নিয়ন্ত্রণে আছে এবং প্রেসিডেন্ট আশরাফ গণি সপ্তাহান্তে দেশ ছেড়ে পালিয়ে গেছেন। তালেবানরা কাল থেকেই একটির পর একটি শহর দখল করতে শুরু করে , তারা জানিয়ে দিয়েছিলো তাদের পথে যেন কেউ বাধা সৃষ্টি না করে, হয়েছেও তাই। প্রেসিডেন্ট গণি প্রতিবেশী দেশ তাজিকিস্তানে পালিয়ে গেছেন বলে জানা গেছে।

Tag :