আবরার হত্যার বিচার চাইলেন সোহেল তাজ
সবুজদেশ ডেস্কঃ
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শেরেবাংলা হলের একাধিক কক্ষে নিয়ে মারধরের কারণেই মারা যান শিক্ষার্থী আবরার ফাহাদ। রোববার দিনগত রাতে বুয়েটের শেরে বাংলা হলের দ্বিতীয় তলা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
এই ঘটনার পর সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ সোমবার (৭ অক্টোবর) সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে একটি পোষ্ট করেন।
পাঠকদের জন্য তার সেই স্ট্যাটাসটি হুবুহু তুলে ধরা হলো-
এরকম যেন আর না হয়। দোষীদের আইনের আওতায় এনে সঠিক বিচার করতে হবে ।
এক মায়ের কমেন্ট:
আমরা মা গুলো প্রচন্ড অসহায়।
একটা ছেলের পেছনে কতগুলো শ্রম দিলে ,ছেলেটা এ অবস্থানে আসে -সেটা একজন মা ‘ই জানেন।
সেই ছেলের এই পরিনতি -মানা যাচ্ছে না।
বাস্তবসম্মত বিচার চাই।
আজ যেন কেউ পার না পায়।
দলমত নির্বিশেষে এর বিহিত প্রয়োজন।।