ঢাকা ০২:০০ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ২০ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

আবারও গোল্ডেন বুট জিতলেন মেসি

Reporter Name

Soccer Football - FC Barcelona's Lionel Messi receives his sixth Golden Shoe - Antiga Fabrica Estrella Damm, Barcelona, Spain - October 16, 2019 FC Barcelona's Lionel Messi poses with the golden shoe during the ceremony REUTERS/Albert Gea

সবুজদেশ ডেস্কঃ

আবারও গোল্ডেন বুট জিতলেন লিওনেল মেসি। ইউরোপের ঘরোয়া লিগগুলোয় সবচেয়ে বেশি গোল করায় এ পুরস্কার জিতেছেন তিনি। এ নিয়ে রেকর্ড ষষ্ঠ এবং টানা তৃতীয়বার এটি শোকেসে ভরলেন ছোট ম্যাজিসিয়ান।

কিলিয়ান এমবাপ্পেকে হারিয়ে পুরস্কারটি ঘরে তোলেন মেসি। গেল মৌসুমে ইউরোপিয়ান ঘরোয়া লিগে ৩৬ গোল করেন বার্সা অধিনায়ক। আর ফরাসি ক্লাব পিএসজির প্রাণভোমরা করেন ৩৩ গোল।

পুরস্কারটি জয়ের দিক দিয়ে দ্বিতীয় স্থানে আছেন মেসির চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। চারবার এ পুরস্কার জিতেছেন তিনি।

গোল্ডেন বুট জয়ের পর সঙ্গীদের ধন্যবাদ জানান মেসি। তিনি বলেন, আবারও সাফল্যের স্বীকৃতি পেলাম। সতীর্থদের ছাড়া এর একটিও জিততে পারতাম না। সবাইকে ধন্যবাদ।

About Author Information
আপডেট সময় : ১০:৩৭:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০১৯
৩৫৭ Time View

আবারও গোল্ডেন বুট জিতলেন মেসি

আপডেট সময় : ১০:৩৭:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০১৯

সবুজদেশ ডেস্কঃ

আবারও গোল্ডেন বুট জিতলেন লিওনেল মেসি। ইউরোপের ঘরোয়া লিগগুলোয় সবচেয়ে বেশি গোল করায় এ পুরস্কার জিতেছেন তিনি। এ নিয়ে রেকর্ড ষষ্ঠ এবং টানা তৃতীয়বার এটি শোকেসে ভরলেন ছোট ম্যাজিসিয়ান।

কিলিয়ান এমবাপ্পেকে হারিয়ে পুরস্কারটি ঘরে তোলেন মেসি। গেল মৌসুমে ইউরোপিয়ান ঘরোয়া লিগে ৩৬ গোল করেন বার্সা অধিনায়ক। আর ফরাসি ক্লাব পিএসজির প্রাণভোমরা করেন ৩৩ গোল।

পুরস্কারটি জয়ের দিক দিয়ে দ্বিতীয় স্থানে আছেন মেসির চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। চারবার এ পুরস্কার জিতেছেন তিনি।

গোল্ডেন বুট জয়ের পর সঙ্গীদের ধন্যবাদ জানান মেসি। তিনি বলেন, আবারও সাফল্যের স্বীকৃতি পেলাম। সতীর্থদের ছাড়া এর একটিও জিততে পারতাম না। সবাইকে ধন্যবাদ।