ঢাকা ০৩:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ২৬ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

আবু ত্ব-হা ও তার সঙ্গীদের সন্ধান চান মির্জা ফখরুল

Reporter Name

ফাইল ফটো

ঢাকাঃ

নিখোঁজ ইসলামিক বক্তা আবু ত্ব-হা মোহাম্মদ আদনান এবং তার তিন সঙ্গী নিখোঁজ হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তাদের সন্ধান দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

বৃহস্পতিবার (১৭ জুন) বিএনপির কেন্দ্রীয় দফতর থেকে পাঠানো এক বিবৃতিতে বিএনপি মহাসচিব এ উদ্বেগের কথা জানান। 

তিনি বলেন, নিখোঁজ হবার ৬ দিন অতিক্রান্ত হলেও এখন পর্যন্ত তাঁদের খোঁজ বা অবস্থান জানাতে পারেনি সরকার। এ বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপও নেই।

মির্জা ফখরুল বলেন, আদনানের স্ত্রী-পরিবারসহ অন্যান্যরা প্রধানমন্ত্রীর দফতর, থানা-পুলিশ, র‌্যাবসহ বিভিন্ন দফতরে ঘুরলেও তাদের জিডি পর্যন্ত গ্রহণ করা হয়নি বা কোন পদক্ষেপ নেওয়া হয়নি, যা খুবই দুঃখ- উদ্বেগ ও রহস্যজনক।

বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, বর্তমান সরকারের আমলে মানুষের জান-মালের কোনো নিরাপত্তা নাই। স্বাভাবিক মৃত্যুর কিংবা নিরাপদ জীবন যাপন ও স্বাধীনভাবে চলাফেরার নিরাপত্তা ও নিশ্চয়তা নাই। সব কিছুতেই অনিশ্চয়তা ও নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে। 

About Author Information
আপডেট সময় : ০৩:৪২:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুন ২০২১
২০২ Time View

আবু ত্ব-হা ও তার সঙ্গীদের সন্ধান চান মির্জা ফখরুল

আপডেট সময় : ০৩:৪২:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুন ২০২১

ঢাকাঃ

নিখোঁজ ইসলামিক বক্তা আবু ত্ব-হা মোহাম্মদ আদনান এবং তার তিন সঙ্গী নিখোঁজ হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তাদের সন্ধান দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

বৃহস্পতিবার (১৭ জুন) বিএনপির কেন্দ্রীয় দফতর থেকে পাঠানো এক বিবৃতিতে বিএনপি মহাসচিব এ উদ্বেগের কথা জানান। 

তিনি বলেন, নিখোঁজ হবার ৬ দিন অতিক্রান্ত হলেও এখন পর্যন্ত তাঁদের খোঁজ বা অবস্থান জানাতে পারেনি সরকার। এ বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপও নেই।

মির্জা ফখরুল বলেন, আদনানের স্ত্রী-পরিবারসহ অন্যান্যরা প্রধানমন্ত্রীর দফতর, থানা-পুলিশ, র‌্যাবসহ বিভিন্ন দফতরে ঘুরলেও তাদের জিডি পর্যন্ত গ্রহণ করা হয়নি বা কোন পদক্ষেপ নেওয়া হয়নি, যা খুবই দুঃখ- উদ্বেগ ও রহস্যজনক।

বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, বর্তমান সরকারের আমলে মানুষের জান-মালের কোনো নিরাপত্তা নাই। স্বাভাবিক মৃত্যুর কিংবা নিরাপদ জীবন যাপন ও স্বাধীনভাবে চলাফেরার নিরাপত্তা ও নিশ্চয়তা নাই। সব কিছুতেই অনিশ্চয়তা ও নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে।