আমানত শাহ’র মাজার জিয়ারত করলেন ঐক্যফ্রন্টের নেতারা
সবুজদেশ ডেক্সঃ চট্টগ্রামে জনসভা করতে বন্দরনগরীতে পৌঁছেছেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা। সেখানে পৌঁছানোর পর ফখরুলসহ নেতারা সকাল সাড়ে ১০টায় আমানত শাহর মাজার জিয়ারত করেন।
শনিবার দুপুরে কাজীর দেউড়িতে বিএনপি কার্যালয়ের সামনে এই জনসভা ঘিরে মঞ্চ তৈরিসহ শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে।
এর আগে জাতীয় ঐক্যফ্রন্টের নেতা গণফোরামের কামাল হোসেন, বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর, খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, মির্জা আব্বাস, আবদুল মঈন খান, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির আসম আবদুর রব, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না এবং বিএনপিপন্থি পেশাজীবী নেতা জাফরুল্লাহ চৌধুরী বিভিন্ন ফ্লাইটে চট্টগ্রামে পৌঁছান।