ঢাকা ০১:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

আমিরকে ফেরানোর চেষ্টায় বাবর

Reporter Name

সবুজদেশ ডেস্কঃ

অবসরের সময় প্রচণ্ড মানসিক নির্যাতন, অসহনীয় চাপ ও দলে বৈরি পরিবেশের সঙ্গে টিম ম্যানেজমেন্টকে কাঠগড়ায় দাঁড় করিয়েছিলেন মোহাম্মদ আমির। যা নিয়ে অবসর পরবর্তী সময়ে সমালোচনা শুনতে হয়েছে অভিজ্ঞ এই পেসারকে। বেশ কয়েকজন সাবেক ক্রিকেটারও আমিরকে ছেড়ে কথা বলেননি।

যদিও কিছুটা ভিন্ন পথে হাঁটতে যাচ্ছেন বাবর আজম। অবসর নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে বাবর বলেন, ‘আমি এখনও তার সঙ্গে আলোচনা (অবসর প্রসঙ্গে) করিনি। কিন্তু আমি যখন সময় সুযোগ পাবো তখন সে যে সমস্যাগুলোর মুখোমুখি হয়েছে সেগুলো নিয়ে তার সঙ্গে আলোচনা করব।’

বেশ কয়েকজন ক্রিকেটার করোনা আক্রান্ত হওয়ায় চলতি বছরের শুরুর দিকে স্থগিত করা হয়েছিল পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ষষ্ঠ আসর। তবে চলতি মাসে আবারও মাঠে গড়াচ্ছে পিএসএলের বাকি অংশ। যেখানে করাচি কিংসের হয়ে খেলবেন আমির। আর সেই দলের অধিনায়কের দায়িত্বে রয়েছেন বাবর।

পাকিস্তানের এই অধিনায়ক আরো বলেন, ‘সে বিশ্বের অন্যতম সেরা বাঁহাতি পেসার এবং আমি তাকে বেশ পছন্দ করি। আমি আশাবাদী যে পিএসএলের দ্বিতীয়ার্ধে সে ভালো পারফর্ম করবে।’

সবুজদেশ/এসইউ

About Author Information
আপডেট সময় : ০৮:৫৮:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুন ২০২১
২৪০ Time View

আমিরকে ফেরানোর চেষ্টায় বাবর

আপডেট সময় : ০৮:৫৮:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুন ২০২১

সবুজদেশ ডেস্কঃ

অবসরের সময় প্রচণ্ড মানসিক নির্যাতন, অসহনীয় চাপ ও দলে বৈরি পরিবেশের সঙ্গে টিম ম্যানেজমেন্টকে কাঠগড়ায় দাঁড় করিয়েছিলেন মোহাম্মদ আমির। যা নিয়ে অবসর পরবর্তী সময়ে সমালোচনা শুনতে হয়েছে অভিজ্ঞ এই পেসারকে। বেশ কয়েকজন সাবেক ক্রিকেটারও আমিরকে ছেড়ে কথা বলেননি।

যদিও কিছুটা ভিন্ন পথে হাঁটতে যাচ্ছেন বাবর আজম। অবসর নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে বাবর বলেন, ‘আমি এখনও তার সঙ্গে আলোচনা (অবসর প্রসঙ্গে) করিনি। কিন্তু আমি যখন সময় সুযোগ পাবো তখন সে যে সমস্যাগুলোর মুখোমুখি হয়েছে সেগুলো নিয়ে তার সঙ্গে আলোচনা করব।’

বেশ কয়েকজন ক্রিকেটার করোনা আক্রান্ত হওয়ায় চলতি বছরের শুরুর দিকে স্থগিত করা হয়েছিল পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ষষ্ঠ আসর। তবে চলতি মাসে আবারও মাঠে গড়াচ্ছে পিএসএলের বাকি অংশ। যেখানে করাচি কিংসের হয়ে খেলবেন আমির। আর সেই দলের অধিনায়কের দায়িত্বে রয়েছেন বাবর।

পাকিস্তানের এই অধিনায়ক আরো বলেন, ‘সে বিশ্বের অন্যতম সেরা বাঁহাতি পেসার এবং আমি তাকে বেশ পছন্দ করি। আমি আশাবাদী যে পিএসএলের দ্বিতীয়ার্ধে সে ভালো পারফর্ম করবে।’

সবুজদেশ/এসইউ