ঢাকা ১০:১০ পূর্বাহ্ন, শনিবার, ০১ মার্চ ২০২৫, ১৭ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রীর সফরে মেসিদের সঙ্গে আনার আহ্বান

  • Reporter Name
  • Update Time : ০৬:৫৩:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর ২০২২
  • ১০২ বার পড়া হয়েছে।

সবুজদেশ ডেস্কঃ

আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরো আগামী মার্চে এলে ঢাকায় আর্জেন্টিনার দূতাবাস খোলা নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

আব্দুল মোমেন বলেন, “আমাদের ব্রাজিলের রাষ্ট্রদূতের (সাদিয়া ফয়জুননেসা) কাছ থেকে একটা ই-মেইল পেয়েছি। আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী মার্চে বাংলাদেশে আসবেন। তখন দূতাবাস খোলা নিয়ে সিদ্ধান্ত নেবেন। আমি এটা জানার পর আমাদের রাষ্ট্রদূতকে বলেছি, সঙ্গে করে মেসি এবং তার দলকে নিয়ে আসা যায় কি না। আমরা তাদের আতিথেয়তা করব। দেখা যাক আসে কি না।“

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) পলিসি রিসার্স ইনস্টিটিউটের (পিআরআই) একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

আব্দুল মোমেন বলেন, “আর্জেন্টিনার সঙ্গে আমাদের ভালো সম্পর্ক। অনেক পুরনো বন্ধুত্ব। আমাদের সমর্থকদের কারণে আর্জেন্টিনা-ব্রাজিলে আমাদের একটা ভালো অবস্থান হয়েছে। আমরা এটাকে কাজে লাগাতে চাই।”

এর আগে, সোমবার (১৯ ডিসেম্বর) আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক চিঠিতে দেশটির প্রেসিডেন্ট ও জনগণকে শুভেচ্ছা জানান। সেই চিঠির জবাবে আর্জেন্টিনার প্রেসিডেন্ট মঙ্গলবার (২০ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে স্প্যানিশ ভাষায় শেখ হাসিনা ও বাংলাদেশের জনগণকে ধন্যবাদ জানান।

Tag :
জনপ্রিয়

আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রীর সফরে মেসিদের সঙ্গে আনার আহ্বান

Update Time : ০৬:৫৩:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর ২০২২

সবুজদেশ ডেস্কঃ

আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরো আগামী মার্চে এলে ঢাকায় আর্জেন্টিনার দূতাবাস খোলা নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

আব্দুল মোমেন বলেন, “আমাদের ব্রাজিলের রাষ্ট্রদূতের (সাদিয়া ফয়জুননেসা) কাছ থেকে একটা ই-মেইল পেয়েছি। আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী মার্চে বাংলাদেশে আসবেন। তখন দূতাবাস খোলা নিয়ে সিদ্ধান্ত নেবেন। আমি এটা জানার পর আমাদের রাষ্ট্রদূতকে বলেছি, সঙ্গে করে মেসি এবং তার দলকে নিয়ে আসা যায় কি না। আমরা তাদের আতিথেয়তা করব। দেখা যাক আসে কি না।“

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) পলিসি রিসার্স ইনস্টিটিউটের (পিআরআই) একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

আব্দুল মোমেন বলেন, “আর্জেন্টিনার সঙ্গে আমাদের ভালো সম্পর্ক। অনেক পুরনো বন্ধুত্ব। আমাদের সমর্থকদের কারণে আর্জেন্টিনা-ব্রাজিলে আমাদের একটা ভালো অবস্থান হয়েছে। আমরা এটাকে কাজে লাগাতে চাই।”

এর আগে, সোমবার (১৯ ডিসেম্বর) আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক চিঠিতে দেশটির প্রেসিডেন্ট ও জনগণকে শুভেচ্ছা জানান। সেই চিঠির জবাবে আর্জেন্টিনার প্রেসিডেন্ট মঙ্গলবার (২০ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে স্প্যানিশ ভাষায় শেখ হাসিনা ও বাংলাদেশের জনগণকে ধন্যবাদ জানান।