ঢাকা ০৫:০৮ অপরাহ্ন, শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ২১ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

আলমসাধুর ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

সবুজদেশ ডেস্ক:

ফাইল ছবি-

 

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় অবৈধযান আলমসাধুর ধাক্কায় নিশান আহমেদ (২২) নামে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল ৭টার দিকে আলমডাঙ্গা নওদাপাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে। এতে মোটরসাইকেল চালক গুরতর আহত হয়েছেন।

নিহত নিশান আহমেদ আলমডাঙ্গা উপজেলার শ্রীরামপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে এবং আহত আশিক (২১) একই গ্রামের খোকন মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, আজ সকালে মাছ ব্যবসায়ী আশিক ও ম্যানেজার নিশান একই মোটরসাইকেলযোগে আলমডাঙ্গা বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে নওদাপাড়া নামক স্থানে পৌছুলে পাটকাঠি বোঝাই আলমসাধুকে ওভারটেক করতে গেলে ধাক্কা লেগে রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই আরোহী নিশান নিহত হন। গুরুতর আহত অবস্থায় আশিককে উদ্ধার করে রাজশাহী মেডিকল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আলমডাঙ্গা থানার ওসি মাসুদুর রহমান জানান, ঘটনাস্থলে তদন্তের জন্য পুলিশ পাঠানো হয়েছে। কোনো অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সবুজদেশ/এসইউ

About Author Information
আপডেট সময় : ১১:০৭:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫
২০ Time View

আলমসাধুর ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট সময় : ১১:০৭:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫

 

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় অবৈধযান আলমসাধুর ধাক্কায় নিশান আহমেদ (২২) নামে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল ৭টার দিকে আলমডাঙ্গা নওদাপাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে। এতে মোটরসাইকেল চালক গুরতর আহত হয়েছেন।

নিহত নিশান আহমেদ আলমডাঙ্গা উপজেলার শ্রীরামপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে এবং আহত আশিক (২১) একই গ্রামের খোকন মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, আজ সকালে মাছ ব্যবসায়ী আশিক ও ম্যানেজার নিশান একই মোটরসাইকেলযোগে আলমডাঙ্গা বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে নওদাপাড়া নামক স্থানে পৌছুলে পাটকাঠি বোঝাই আলমসাধুকে ওভারটেক করতে গেলে ধাক্কা লেগে রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই আরোহী নিশান নিহত হন। গুরুতর আহত অবস্থায় আশিককে উদ্ধার করে রাজশাহী মেডিকল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আলমডাঙ্গা থানার ওসি মাসুদুর রহমান জানান, ঘটনাস্থলে তদন্তের জন্য পুলিশ পাঠানো হয়েছে। কোনো অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সবুজদেশ/এসইউ