ঢাকা ০৩:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জানুয়ারী ২০২৫, ১৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

আলিবাবা’র বিরুদ্ধে তদন্ত করছে চীন

Reporter Name

সবুজদেশ ডেস্কঃ

একচ্ছত্র আধিপত্য বিস্তারের কৌশল অবলম্বন করার কারণে চীনের জায়ান্ট প্রতিষ্ঠান আলিবাবা’র বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে। চীনের স্টেট এডমিনিস্ট্রেশন ফর মার্কেট রেগুলেশন (এসএএমআর) এ ঘোষণা দিয়েছে বৃহস্পতিবার।

এর আগে আলিবাবা’কে সতর্ক করা হয়েছিল। কারণ, তারা ব্যবসায়ীদের তাদের সঙ্গে এক্সক্লুসিভ চুক্তি করতে বাধ্য করে। এর ফলে আলিবাবা’র প্রতিদ্বন্দ্বী যেসব প্রতিষ্ঠান আছে, তাদের পণ্য বিক্রি আটকে যায়। এ কারণে কয়েকদিনের মধ্যে আলিবাবা’র আর্থিক প্রযুক্তি বিষয়ক গ্রুপ অ্যান্ট গ্রুপের সঙ্গে সাক্ষাত করবে আর্থিক নিয়ন্ত্রকরা।

এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এতে আরো বলা হয়, আলিবাবা এবং টেনসেন্টের মতো চীনের প্রযুক্তি বিষয়ক জায়ান্টরা চীন সরকারের ক্রমবর্ধমান নজরদারিতে পড়েছে।

তাদের ব্যবসার আকার ও ক্ষমতা নিয়ে উদ্বিগ্ন নিয়ন্ত্রকরা বা সরকার।

জ্যাক মা প্রতিষ্ঠা করেন আলিবাবা। এরই মধ্যে সরকারের নিয়ন্ত্রক সংস্থাগুলোর সমন্বিত দমনপীড়নের মুখে পড়েছে এই প্রতিষ্ঠান। অ্যান্ট গ্রুপ, যাকে এর আগে আলিপে, বলে ডাকা হতো, তাদেরকে গত মাসে শেয়ার বাজারে তাদের লিস্টিং স্থগিত করতে বাধ্য করানো হয়েছে। এটা হতো পারতো শেয়ার বাজারে বিশ্বে সবচেয়ে বড় যাত্রা। কিন্তু এই শেয়ার চালু হওয়ার মাত্র কয়েকদিন আগে তাদের আইপিও আটকে দেয়ার সিদ্ধান্ত নেয় রেগুলেটররা। অনেক পর্যবেক্ষক মনে করেন, সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে অক্টোবরে জ্যাক মা’র একটি বক্তব্যের কারণে। ওই বক্তব্যে তিনি চীনের রেগুলেটরদের এবং চীনের ব্যাংকিং খাতের সমালোচনা করেছিলেন। তিনি বলেছিলেন, চীনের ব্যাংকগুলো পরিচালিত হয় ‘চিংড়ির দোকানের’ মতো মানসিকতা নিয়ে।

পর্যবেক্ষকরা মনে করেন, জ্যাক মা এখন তার ওই মন্তব্যের মূল্য দিচ্ছেন। তারপর থেকে নতুন করে প্রযুক্তি খাতে চালু করা হয়েছে এন্টিট্রাস্ট রুল বা আইন। এর ফলে জ্যাক মা’র আলিবাবার বাজারে থাকা ১৪০০০ কোটি ডলারের বাজারমূল্য কমে গেছে।

About Author Information
আপডেট সময় : ০৭:৫৫:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর ২০২০
২৭৯ Time View

আলিবাবা’র বিরুদ্ধে তদন্ত করছে চীন

আপডেট সময় : ০৭:৫৫:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর ২০২০

সবুজদেশ ডেস্কঃ

একচ্ছত্র আধিপত্য বিস্তারের কৌশল অবলম্বন করার কারণে চীনের জায়ান্ট প্রতিষ্ঠান আলিবাবা’র বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে। চীনের স্টেট এডমিনিস্ট্রেশন ফর মার্কেট রেগুলেশন (এসএএমআর) এ ঘোষণা দিয়েছে বৃহস্পতিবার।

এর আগে আলিবাবা’কে সতর্ক করা হয়েছিল। কারণ, তারা ব্যবসায়ীদের তাদের সঙ্গে এক্সক্লুসিভ চুক্তি করতে বাধ্য করে। এর ফলে আলিবাবা’র প্রতিদ্বন্দ্বী যেসব প্রতিষ্ঠান আছে, তাদের পণ্য বিক্রি আটকে যায়। এ কারণে কয়েকদিনের মধ্যে আলিবাবা’র আর্থিক প্রযুক্তি বিষয়ক গ্রুপ অ্যান্ট গ্রুপের সঙ্গে সাক্ষাত করবে আর্থিক নিয়ন্ত্রকরা।

এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এতে আরো বলা হয়, আলিবাবা এবং টেনসেন্টের মতো চীনের প্রযুক্তি বিষয়ক জায়ান্টরা চীন সরকারের ক্রমবর্ধমান নজরদারিতে পড়েছে।

তাদের ব্যবসার আকার ও ক্ষমতা নিয়ে উদ্বিগ্ন নিয়ন্ত্রকরা বা সরকার।

জ্যাক মা প্রতিষ্ঠা করেন আলিবাবা। এরই মধ্যে সরকারের নিয়ন্ত্রক সংস্থাগুলোর সমন্বিত দমনপীড়নের মুখে পড়েছে এই প্রতিষ্ঠান। অ্যান্ট গ্রুপ, যাকে এর আগে আলিপে, বলে ডাকা হতো, তাদেরকে গত মাসে শেয়ার বাজারে তাদের লিস্টিং স্থগিত করতে বাধ্য করানো হয়েছে। এটা হতো পারতো শেয়ার বাজারে বিশ্বে সবচেয়ে বড় যাত্রা। কিন্তু এই শেয়ার চালু হওয়ার মাত্র কয়েকদিন আগে তাদের আইপিও আটকে দেয়ার সিদ্ধান্ত নেয় রেগুলেটররা। অনেক পর্যবেক্ষক মনে করেন, সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে অক্টোবরে জ্যাক মা’র একটি বক্তব্যের কারণে। ওই বক্তব্যে তিনি চীনের রেগুলেটরদের এবং চীনের ব্যাংকিং খাতের সমালোচনা করেছিলেন। তিনি বলেছিলেন, চীনের ব্যাংকগুলো পরিচালিত হয় ‘চিংড়ির দোকানের’ মতো মানসিকতা নিয়ে।

পর্যবেক্ষকরা মনে করেন, জ্যাক মা এখন তার ওই মন্তব্যের মূল্য দিচ্ছেন। তারপর থেকে নতুন করে প্রযুক্তি খাতে চালু করা হয়েছে এন্টিট্রাস্ট রুল বা আইন। এর ফলে জ্যাক মা’র আলিবাবার বাজারে থাকা ১৪০০০ কোটি ডলারের বাজারমূল্য কমে গেছে।