ঢাকা ০৩:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

আ’লীগকে রাজনীতি করতে দেয়া প্রসঙ্গে যে ব্যাখ্যা দিলেন মির্জা ফখরুল

সবুজদেশ ডেস্ক:

 

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ না কি আমরা দিচ্ছি! এই কথাটি সঠিক না।

আমরা বলেছি, আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল। কে রাজনীতি করবে, কে রাজনীতি করবে না, তা নির্ধারণ করবে জনগণ। সুতরাং, এখানে কোনো ভুল বোঝাবুঝির সুযোগ নাই।

আজ বুধবার ফেনীতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পৈতৃক বাড়িতে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এসব কথা বলেন।

সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুকে দেয়া এক সাক্ষাৎকারে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের কাছে জানতে চাওয়া হয়েছিল যে আওয়ামী লীগকে আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ দেয়া হবে কি না। এই প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, বিএনপি বলেছে, সব রাজনৈতিক দল অবশ্যই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। তারা ইতোমধ্যে রায় দিয়ে দিয়েছে।

প্রধান উপদেষ্টার বলা সেই বক্তব্যের জের ধরে মির্জা ফখরুল বলেন, ‘এখানে ভুল বোঝাবুঝি হয়েছে।

তিনি বলেন, ‘আমরা কখনোই কোনো দলকে নির্বাচন করতে মানা করিনি। কিন্তু যারা হত্যা করেছে, মানুষ খুন করেছে, অন্যায় করেছে, দেশের সম্পদ নষ্ট করে বিদেশে পাঠিয়ে দিয়েছে, তাদের অবশ্যই, হাসিনাসহ, সবাইকে এনে বিচার করতে হবে, শাস্তি দিতে হবে,’ যোগ করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘জনগণ সিদ্ধান্ত নিবে যে তারা কাকে রাজনীতি করতে দিবেন, কাকে দিবেন না।

সূত্র : বিবিসি

About Author Information
আপডেট সময় : ০৩:১২:৩৬ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০২৪
২৮ Time View

আ’লীগকে রাজনীতি করতে দেয়া প্রসঙ্গে যে ব্যাখ্যা দিলেন মির্জা ফখরুল

আপডেট সময় : ০৩:১২:৩৬ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০২৪

 

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ না কি আমরা দিচ্ছি! এই কথাটি সঠিক না।

আমরা বলেছি, আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল। কে রাজনীতি করবে, কে রাজনীতি করবে না, তা নির্ধারণ করবে জনগণ। সুতরাং, এখানে কোনো ভুল বোঝাবুঝির সুযোগ নাই।

আজ বুধবার ফেনীতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পৈতৃক বাড়িতে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এসব কথা বলেন।

সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুকে দেয়া এক সাক্ষাৎকারে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের কাছে জানতে চাওয়া হয়েছিল যে আওয়ামী লীগকে আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ দেয়া হবে কি না। এই প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, বিএনপি বলেছে, সব রাজনৈতিক দল অবশ্যই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। তারা ইতোমধ্যে রায় দিয়ে দিয়েছে।

প্রধান উপদেষ্টার বলা সেই বক্তব্যের জের ধরে মির্জা ফখরুল বলেন, ‘এখানে ভুল বোঝাবুঝি হয়েছে।

তিনি বলেন, ‘আমরা কখনোই কোনো দলকে নির্বাচন করতে মানা করিনি। কিন্তু যারা হত্যা করেছে, মানুষ খুন করেছে, অন্যায় করেছে, দেশের সম্পদ নষ্ট করে বিদেশে পাঠিয়ে দিয়েছে, তাদের অবশ্যই, হাসিনাসহ, সবাইকে এনে বিচার করতে হবে, শাস্তি দিতে হবে,’ যোগ করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘জনগণ সিদ্ধান্ত নিবে যে তারা কাকে রাজনীতি করতে দিবেন, কাকে দিবেন না।

সূত্র : বিবিসি