ফাইল ফটো

ইউএনবি, ঢাকাঃ

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেছেন, ভুল তথ্য প্রচারের জন্য আল জাজিরার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের বিষয়টি খতিয়ে দেখছে বাংলাদেশ।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাউকে দেহরক্ষী হিসেবে নিয়োগ দেননি। দলের (আওয়ামী লীগ) নেতা-কর্মীরা তার সার্বক্ষণিক দেহরক্ষী।’

২১ আগস্ট গ্রেনেড হামলার বিষয়টি উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, তখন দলের লোকেরাই তাকে রক্ষা করেছিলেন, কোনো দেহরক্ষী নয়।

তিনি বলেন, ‘মিথ্যা ও ভুল তথ্যের ওপর ভিত্তি করে এ ধরনের প্রতিবেদন প্রচার করে বিশ্বাসযোগ্যতা হারিয়েছে আল জাজিরা।’

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here