ঢাকাঃ

সাভারের আশুলিয়ায় যাত্রীবাহী বাসচাপায় অটোরিকশারোহী মা ও মেয়েসহ তিনজন নিহত হয়েছেন।

রোববার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ার নবীনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আশুলিয়ার ডেন্ডাবর এলাকায় বসবাসরত রুহুল মিয়ার স্ত্রী মালেকা বেগম ও তার মেয়ে ফাতেমা (৩)। তাদের গ্রামের বাড়ি নড়াইল জেলার লোহাগড়া থানার মিরভীদনাই গ্রামে ও রিকশাচালক জুয়েল রানা (৪০)।

জানা যায়, সকালে মালেকা বেগম ও তার তিন বছরের মেয়ে ফাতেমাসহ একটি অটোরিকশা আশুলিয়ার নবীনগর এলাকায় একটি কাউন্টারে যাচ্ছিলেন।

এ সময় তাদের অটোরিকশাটি মহাসড়কের নবীনগর এলাকায় পৌঁছলে পেছন থেকে ছেড়ে আসা কাবাব পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাদের চাপা দেয়।

এতে অটোরিকশাটি দুপড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই মালেকা বেগম ও তার মেয়ে এবং অটোরিকশাচালকের মৃত্যু হয়।

আশুলিয়া থানার ওসি শেখ রিজাউল হক দিপু জানান, নিহত তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

স্থানীয়রা ধাওয়া দিয়ে বাসটি আটক করলেও এর চালক ও সহকারী পালিয়ে যায়।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here