ঢাকা ০৪:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪, ২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

আশ্রয়ন প্রকল্পের ঘুষের সংবাদ করায় সংবাদিককে মারপিট

Reporter Name

সাতক্ষীরা প্রতিনিধিঃ

প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্প-২ বাস্তবায়নে সাতক্ষীরার তালা সদর ইউনিয়নে ব্যাপক দূর্ণীতি অনিয়মের অভিযোগ উঠেছে। গ্রামবাসীর অভিযোগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চেয়ারম্যান সরদার জাকির হোসেন বরাদ্ধের ২৫৮টি ঘরপ্রতি ২০-২৫ হাজার টাকা করে উত্তোলন করেছেন।

এ ঘটনায় সংবাদ প্রকাশ করায় সাংবাদিক কাজী জীবনকে বেধড়ক পিটিয়েছে চেয়ারম্যানের বাহিনী। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে তালা উপজেলা পরিষদের সামনে এ ঘটনা ঘটে।

হামলার স্বীকার সাংবাদিক কাজী জীবন জানান, চেয়ারম্যান গরীব-দুঃখী মানুষের কাছ থেকে প্রধানমন্ত্রীর ঘর দেওয়ার নাম করে কোটি কোটি টাকা ঘুষ নিয়েছেন। ২৫৮টি ঘর প্রতি নিয়েছেন ২০-২৫ হাজার টাকা। এছাড়া ইউনিয়নব্যাপী আরও কমপক্ষে ৫০০ জন মানুষদের কাছ থেকে একই পরিমাণ টাকা উত্তোলন করেছেন। এ ঘটনায় এলাকাবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী, জেলা প্রশাসকসহ সরকারের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। এই সংবাদ আমার পত্রিকায় প্রকাশ করার কারণে আমাকে বেধড়ক পিটিয়েছে চেয়ারম্যানের ভাই ফারুক সরদার, বডিগার্ড কামরুল ইসলামসহ আরও ২-৩জন।

তিনি আরও জানান, ওই সংবাদ প্রকাশ করার কারণে দুই দিন আগে চেয়ারম্যান লোক মারফত আমাকে ডেকে পাঠান। তবে আমি দেখা করিনি। এছাড়া চেয়ারম্যানের সন্ত্রাসী ক্যাডাররা হুমকি দিতে থাকে। আমি এই সন্ত্রাসীদের বিচার দাবি করছি। একই সঙ্গে জনগণের সঙ্গে প্রতারণার জন্য চেয়ারম্যান সরদার জাকিরকে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

তবে ঘুষ দূর্ণীতির অভিযোগের বিষয়টি আগেই অস্বীকার করেছেন চেয়ারম্যান সরদার জাকির হোসেন। সাংবাদিককে হামলা চালিয়ে মারপিটের বিষয়ে যোগাযোগ করা হলেও তার ব্যবহৃত ফোনটি বন্ধ পাওয়া যায়।

ঘটনার বিষয়ে তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল বলেন, সাংবাদিককে মারপিট করা হয়েছে বিষয়টি আমাকে কেউ জানায়নি। তবে খোঁজ নিচ্ছি।

About Author Information
আপডেট সময় : ০৪:০৮:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২০
২৯৪ Time View

আশ্রয়ন প্রকল্পের ঘুষের সংবাদ করায় সংবাদিককে মারপিট

আপডেট সময় : ০৪:০৮:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২০

সাতক্ষীরা প্রতিনিধিঃ

প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্প-২ বাস্তবায়নে সাতক্ষীরার তালা সদর ইউনিয়নে ব্যাপক দূর্ণীতি অনিয়মের অভিযোগ উঠেছে। গ্রামবাসীর অভিযোগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চেয়ারম্যান সরদার জাকির হোসেন বরাদ্ধের ২৫৮টি ঘরপ্রতি ২০-২৫ হাজার টাকা করে উত্তোলন করেছেন।

এ ঘটনায় সংবাদ প্রকাশ করায় সাংবাদিক কাজী জীবনকে বেধড়ক পিটিয়েছে চেয়ারম্যানের বাহিনী। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে তালা উপজেলা পরিষদের সামনে এ ঘটনা ঘটে।

হামলার স্বীকার সাংবাদিক কাজী জীবন জানান, চেয়ারম্যান গরীব-দুঃখী মানুষের কাছ থেকে প্রধানমন্ত্রীর ঘর দেওয়ার নাম করে কোটি কোটি টাকা ঘুষ নিয়েছেন। ২৫৮টি ঘর প্রতি নিয়েছেন ২০-২৫ হাজার টাকা। এছাড়া ইউনিয়নব্যাপী আরও কমপক্ষে ৫০০ জন মানুষদের কাছ থেকে একই পরিমাণ টাকা উত্তোলন করেছেন। এ ঘটনায় এলাকাবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী, জেলা প্রশাসকসহ সরকারের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। এই সংবাদ আমার পত্রিকায় প্রকাশ করার কারণে আমাকে বেধড়ক পিটিয়েছে চেয়ারম্যানের ভাই ফারুক সরদার, বডিগার্ড কামরুল ইসলামসহ আরও ২-৩জন।

তিনি আরও জানান, ওই সংবাদ প্রকাশ করার কারণে দুই দিন আগে চেয়ারম্যান লোক মারফত আমাকে ডেকে পাঠান। তবে আমি দেখা করিনি। এছাড়া চেয়ারম্যানের সন্ত্রাসী ক্যাডাররা হুমকি দিতে থাকে। আমি এই সন্ত্রাসীদের বিচার দাবি করছি। একই সঙ্গে জনগণের সঙ্গে প্রতারণার জন্য চেয়ারম্যান সরদার জাকিরকে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

তবে ঘুষ দূর্ণীতির অভিযোগের বিষয়টি আগেই অস্বীকার করেছেন চেয়ারম্যান সরদার জাকির হোসেন। সাংবাদিককে হামলা চালিয়ে মারপিটের বিষয়ে যোগাযোগ করা হলেও তার ব্যবহৃত ফোনটি বন্ধ পাওয়া যায়।

ঘটনার বিষয়ে তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল বলেন, সাংবাদিককে মারপিট করা হয়েছে বিষয়টি আমাকে কেউ জানায়নি। তবে খোঁজ নিচ্ছি।