ঢাকা ০৯:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১০ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

আসিফ মাহতাবকে উপদেষ্টা করার দাবি শিক্ষার্থীদের

সবুজদেশ ডেস্ক:

ছবি সংগৃহীত-

 

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক আসিফ মাহতাবকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে উপদেষ্টা পরিষদে রাখার দাবি জানানো হয়েছে।

শুক্রবার (২২ নভেম্বর) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে আয়োজিত এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, সরকার সবসময় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি বিরাগভাজন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সবচেয়ে বেশি প্রাণ হারিয়েছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অথচ সেই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্য থেকে কোনো উপদেষ্টা নিয়োগ করা হয়নি। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দোসরদের উপদেষ্টা পরিষদে নিয়োগ দেওয়া হয়েছে। বৈষম্যবিরোধী যেকোনো আন্দোলন সংগ্রামে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সবসময় অগ্রগামী ভূমিকা পালন করে।

বক্তারা বলেন, “আমরা অবিলম্বে বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে আসিফ মাহাতাব স্যারকে উপদেষ্টা পরিষদে দেখতে চাই। স্বৈরাচারী ফ্যাসিস্ট আওয়ামী লীগের কোনো দোসরকে উপদেষ্টা পরিষদে ঠাঁই দেওয়া যাবে না। ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসরদের অবিলম্বে আইনের আওতায় আনতে হবে।”

তারা আরও বলেন, যারা সবসময় আওয়ামী লীগের পা চাটা দোসর ছিল, যারা সব সময় আওয়ামী লীগের সুবিধাভোগী ছিল, তারাই আজ উপদেষ্টা পরিষদে, এটা অত্যন্ত দুঃখের বিষয়। অবিলম্বে স্বৈরাচারী আওয়ামী লীগের দোসরদের উপদেষ্টা পরিষদ থেকে বাদ দিতে হবে।

মানববন্ধনে এশিয়ান ইউনিভার্সিটি শিক্ষক প্রফেসর মো. আবু জাফর সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশের শিক্ষার্থী মো. শোভন, ওয়াকিল আব্দুল্লাহ প্রমুখ বক্তব্য রাখেন।

সবুজদেশ/এসইউ

About Author Information
আপডেট সময় : ০৬:৫৫:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪
২৩ Time View

আসিফ মাহতাবকে উপদেষ্টা করার দাবি শিক্ষার্থীদের

আপডেট সময় : ০৬:৫৫:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

 

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক আসিফ মাহতাবকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে উপদেষ্টা পরিষদে রাখার দাবি জানানো হয়েছে।

শুক্রবার (২২ নভেম্বর) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে আয়োজিত এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, সরকার সবসময় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি বিরাগভাজন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সবচেয়ে বেশি প্রাণ হারিয়েছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অথচ সেই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্য থেকে কোনো উপদেষ্টা নিয়োগ করা হয়নি। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দোসরদের উপদেষ্টা পরিষদে নিয়োগ দেওয়া হয়েছে। বৈষম্যবিরোধী যেকোনো আন্দোলন সংগ্রামে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সবসময় অগ্রগামী ভূমিকা পালন করে।

বক্তারা বলেন, “আমরা অবিলম্বে বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে আসিফ মাহাতাব স্যারকে উপদেষ্টা পরিষদে দেখতে চাই। স্বৈরাচারী ফ্যাসিস্ট আওয়ামী লীগের কোনো দোসরকে উপদেষ্টা পরিষদে ঠাঁই দেওয়া যাবে না। ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসরদের অবিলম্বে আইনের আওতায় আনতে হবে।”

তারা আরও বলেন, যারা সবসময় আওয়ামী লীগের পা চাটা দোসর ছিল, যারা সব সময় আওয়ামী লীগের সুবিধাভোগী ছিল, তারাই আজ উপদেষ্টা পরিষদে, এটা অত্যন্ত দুঃখের বিষয়। অবিলম্বে স্বৈরাচারী আওয়ামী লীগের দোসরদের উপদেষ্টা পরিষদ থেকে বাদ দিতে হবে।

মানববন্ধনে এশিয়ান ইউনিভার্সিটি শিক্ষক প্রফেসর মো. আবু জাফর সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশের শিক্ষার্থী মো. শোভন, ওয়াকিল আব্দুল্লাহ প্রমুখ বক্তব্য রাখেন।

সবুজদেশ/এসইউ