ঢাকা ০২:৪২ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

আ.লীগ-বিএনপি নেতাদের সঙ্গে নৈশভোজে পিটার হাস

Reporter Name

ছবি: সংগৃহীত

সবুজদেশ ডেস্কঃ

আওয়ামী লীগ, বিএনপি ও গণফোরাম নেতাদের সঙ্গে নৈশভোজে অংশ নিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস।

বুধবার একটি বিমা কোম্পানির চেয়ারম্যানের উদ্যোগে তার গুলশানের বাসায় এ নৈশভোজের আয়োজন করা হয়। রাত সোয়া ৭টার দিকে ওই ব্যবসায়ীর বাসায় যান মার্কিন রাষ্ট্রদূত।

সূত্র জানায়, নৈশভোজে পিটার হাসের সঙ্গে রাজনীতিবিদ ছাড়াও গণমাধ্যমের সম্পাদক, আইনজীবী, ব্যবসায়ী, বিদেশি কূটনীতিক, বিভিন্ন ব্যাংক এবং বহুজাতিক কোম্পানির শীর্ষ কর্মকর্তারা অংশ নেন।

অনুষ্ঠানে অংশ নেওয়া একাধিক ব্যক্তি বলেন, এটি ছিল সম্পূর্ণ অরাজনৈতিক একটি প্রোগ্রাম। সোয়া সাতটা থেকে পৌনে নয়টা পর্যন্ত এই নৈশভোজ চলে। আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন সরকারের একজন মন্ত্রী, আওয়ামী লীগের একজন তরুণ এমপি, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান-অ্যাডভোকেট জয়নাল আবেদীন, বরকতউল্লাহ বুলু ও আব্দুল আওয়াল মিন্টু, তাবিথ আউয়াল, ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন এবং গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন।

সবুজদেশ/এসইউ

About Author Information
আপডেট সময় : ১১:৪৭:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০২৩
১০৮ Time View

আ.লীগ-বিএনপি নেতাদের সঙ্গে নৈশভোজে পিটার হাস

আপডেট সময় : ১১:৪৭:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০২৩

সবুজদেশ ডেস্কঃ

আওয়ামী লীগ, বিএনপি ও গণফোরাম নেতাদের সঙ্গে নৈশভোজে অংশ নিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস।

বুধবার একটি বিমা কোম্পানির চেয়ারম্যানের উদ্যোগে তার গুলশানের বাসায় এ নৈশভোজের আয়োজন করা হয়। রাত সোয়া ৭টার দিকে ওই ব্যবসায়ীর বাসায় যান মার্কিন রাষ্ট্রদূত।

সূত্র জানায়, নৈশভোজে পিটার হাসের সঙ্গে রাজনীতিবিদ ছাড়াও গণমাধ্যমের সম্পাদক, আইনজীবী, ব্যবসায়ী, বিদেশি কূটনীতিক, বিভিন্ন ব্যাংক এবং বহুজাতিক কোম্পানির শীর্ষ কর্মকর্তারা অংশ নেন।

অনুষ্ঠানে অংশ নেওয়া একাধিক ব্যক্তি বলেন, এটি ছিল সম্পূর্ণ অরাজনৈতিক একটি প্রোগ্রাম। সোয়া সাতটা থেকে পৌনে নয়টা পর্যন্ত এই নৈশভোজ চলে। আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন সরকারের একজন মন্ত্রী, আওয়ামী লীগের একজন তরুণ এমপি, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান-অ্যাডভোকেট জয়নাল আবেদীন, বরকতউল্লাহ বুলু ও আব্দুল আওয়াল মিন্টু, তাবিথ আউয়াল, ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন এবং গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন।

সবুজদেশ/এসইউ