ঢাকা ১১:১৬ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ইউক্রেনকে ১০০ কোটি ডলারের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

  • Reporter Name
  • Update Time : ০৫:২৩:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ মার্চ ২০২২
  • ১৪৩ বার পড়া হয়েছে।

সবুজদেশ ডেস্কঃ

রুশ সামরিক অভিযানের মাঝেই ইউরোপীয় ইউনিয়নের পর এবার ইউক্রেনকে বড় অঙ্কের সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা দিল যুক্তরাষ্ট্র। বুধবার বাইডেন প্রশাসনের একজন কর্মকর্তার বরাতে সামরিক সহায়তা পাঠানোর কথা জানায় বার্তা সংস্থা এপি।

বিবিসি জানায়, ১০০টি ড্রোন, রকেট ও গ্রেনেড লঞ্চার, রাইফেল, মেশিনগান, বডি আর্মার, গোলাবারুদসহ বিভিন্ন সামরিক সরঞ্জাম পাঠাচ্ছে দেশটি।

নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন সামরিক কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্রের পাঠানো এসব অস্ত্রের মধ্যে সুইচব্লেড ৩০০ মডেলের ড্রোনও রয়েছে। প্রাণঘাতী এই ড্রোন মার্কিন সামরিক বাহিনীর কাছে ‘কামিকাজি ড্রোন’ নামে পরিচিত। এটিকে ব্যাগের মত পিঠে ঝুলিয়ে হামলা চালানো যায়।

এছাড়া মার্কিন কংগ্রেসের কর্মকর্তারা এনবিসি নিউজকে জানান, এসব ড্রোন সুনির্দিষ্ট ব্যক্তির ওপর আঘাতের জন্য বিশেষভাবে তৈরিকৃত। এটি বহু মাইল দূরে থেকে সরাসরি লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত করতে সক্ষম।

বার্তা সংস্থা এএফপি আরও জানিয়েছে, রাশিয়ার নকশায় তৈরি এসব অস্ত্র নোটোভুক্ত কিছু ইউরোপীয় দেশেও উৎপাদন হচ্ছে। তাই ইউক্রেনের সামরিক বাহিনী সহজেই এগুলো ব্যবহার করতে পারবে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে ইউক্রেনে ইইউর আগের সহায়তা প্রকল্পের সঙ্গে আরও ৫০ কোটি ইউরোর সামরিক সহায়তা পাঠানো হয়। একই সঙ্গে রাশিয়ার বিরুদ্ধেও চতুর্থ দফা নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নেয় জোটের দেশগুলো।

সবুজদেশ/এস ইউ

Tag :

ইউক্রেনকে ১০০ কোটি ডলারের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

Update Time : ০৫:২৩:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ মার্চ ২০২২

সবুজদেশ ডেস্কঃ

রুশ সামরিক অভিযানের মাঝেই ইউরোপীয় ইউনিয়নের পর এবার ইউক্রেনকে বড় অঙ্কের সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা দিল যুক্তরাষ্ট্র। বুধবার বাইডেন প্রশাসনের একজন কর্মকর্তার বরাতে সামরিক সহায়তা পাঠানোর কথা জানায় বার্তা সংস্থা এপি।

বিবিসি জানায়, ১০০টি ড্রোন, রকেট ও গ্রেনেড লঞ্চার, রাইফেল, মেশিনগান, বডি আর্মার, গোলাবারুদসহ বিভিন্ন সামরিক সরঞ্জাম পাঠাচ্ছে দেশটি।

নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন সামরিক কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্রের পাঠানো এসব অস্ত্রের মধ্যে সুইচব্লেড ৩০০ মডেলের ড্রোনও রয়েছে। প্রাণঘাতী এই ড্রোন মার্কিন সামরিক বাহিনীর কাছে ‘কামিকাজি ড্রোন’ নামে পরিচিত। এটিকে ব্যাগের মত পিঠে ঝুলিয়ে হামলা চালানো যায়।

এছাড়া মার্কিন কংগ্রেসের কর্মকর্তারা এনবিসি নিউজকে জানান, এসব ড্রোন সুনির্দিষ্ট ব্যক্তির ওপর আঘাতের জন্য বিশেষভাবে তৈরিকৃত। এটি বহু মাইল দূরে থেকে সরাসরি লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত করতে সক্ষম।

বার্তা সংস্থা এএফপি আরও জানিয়েছে, রাশিয়ার নকশায় তৈরি এসব অস্ত্র নোটোভুক্ত কিছু ইউরোপীয় দেশেও উৎপাদন হচ্ছে। তাই ইউক্রেনের সামরিক বাহিনী সহজেই এগুলো ব্যবহার করতে পারবে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে ইউক্রেনে ইইউর আগের সহায়তা প্রকল্পের সঙ্গে আরও ৫০ কোটি ইউরোর সামরিক সহায়তা পাঠানো হয়। একই সঙ্গে রাশিয়ার বিরুদ্ধেও চতুর্থ দফা নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নেয় জোটের দেশগুলো।

সবুজদেশ/এস ইউ