বান্দরবানঃ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টির সময় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র গুলিতে নিহতের সংখ্যা দুজনে দাঁড়িয়েছে।

এর আগে গুলিতে তাৎক্ষণিক একজন মারা যান। এবং অপর একজনকে আহত অবস্থায় উখিয়া হাসপাতালে নেয়ার পথে সন্ধ্যায় মারা গেছেন।

সোমবার বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার ঘুনধুম ইউনিয়নের ফাত্রাঝিরি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নির্বাচনে বিশৃঙ্খলার ঘটনা ঘটে। এতে ওই কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ হয়ে যায়।

ওই এলাকায় দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে জাল ভোট নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি হলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে গুলি ছুড়ে বিজিবি। ফলে এই নিহতের ঘটনা ঘটে।

নিহত দুজনের নাম মংকিছা তঞ্চঙ্গ্যা (৪৫) এবং অংছা মং তঞ্চঙ্গ্যা (৩৪)।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘুনধুম ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী বাবুল তঞ্চঙ্গ্যা ও মোহাম্মদ আলী এই দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে জাল ভোট নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এ সময় বেশ কিছু সমর্থক ভোটকেন্দ্রে প্রবেশের চেষ্টা চালালে বিজিবি সদস্যরা গুলি ছুড়ে।

হতাহতরা দুজনই মেম্বার প্রার্থী বাবুল তঞ্চঙ্গ্যার সমর্থক। মেম্বার প্রার্থী মোহাম্মদ আলী কেন্দ্রে জাল ভোট দিচ্ছে এমন অভিযোগ তুলে বাবুল তঞ্চঙ্গ্যার সর্মথকরা কেন্দ্রে প্রবেশের চেষ্টার সময় এ ঘটনা ঘটে।

এ বিষয়ে বিজিবির কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহম্মেদ জানান, ‘কেন্দ্রের বাইরে কিছু সমর্থক বিশৃঙ্খলা সৃষ্টি করলে বিজিবির সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে গুলি ছোড়ে। তবে কোন পরিস্থিতিতে এ ঘটনা ঘটেছে তা খোঁজ নেয়া হচ্ছে।’

এর আগে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানিয়েছিলেন, ফাত্রা ঝিরি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই মেম্বারের সমর্থক করে বিশৃঙ্খলা সৃষ্টি সময় সেখানে বিজিবি গুলি ছুড়লে ১ জন নিহত ও অপর জন আহত হয়। ঘটনা তদন্তে সেখানে পুলিশ পাঠানো হয়েছে।

প্রসঙ্গত ঘুনধুম ইউনিয়ন পরিষদ নির্বাচনে এবার চেয়ারম্যান পদে তিনজন ও মেম্বার পদে ৩৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here