ঢাকা ০৪:৪১ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ইবিতে আরবি ভাষা দিবসে র‍্যালি

সবুজদেশ ডেস্ক:

ছবি সংগৃহীত-

 

বর্ণাঢ্য আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আন্তর্জাতিক আরবি ভাষা দিবস উদযাপিত হয়েছে। বুধবার (১৮ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের আরবি ভাষা ও সাহিত্য বিভাগ র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করে।

দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল একাডেমিক ভবন থেকে বিভাগের সামনে থেকে র‍্যালি বের হয়। এতে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহসহ বিভাগের শতাধিক শিক্ষক-শিক্ষার্থী অংশ নেন। র‍্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই ভবনের গগণ হরকরা গ্যালারি কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। র‍্যালিতে শিক্ষার্থীরা আরবি ভাষা সংক্রান্ত বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

আলোচনা সভায় বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোত্তালিবের সভাপতিত্বে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. ইয়াকুব আলী ও থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. আ ব ম সিদ্দিকুর রহমান আশ্রাফি, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, শেখ হাসিনা হলের প্রভোস্ট অধ্যাপক ড. এ কে এম শামছুল হক ছিদ্দিকী, প্রেস প্রশাসক অধ্যাপক ড. এ কে এম মফিজুল ইসলাম, বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল্লাহ, অধ্যাপক ড. মাহবুবুর রহমান, অধ্যাপক ড. আব্দুল মালেক ও অধ্যাপক ড. মোস্তাক মোহাম্মদ আব্দুল মুক্তাদির মুনওয়ার আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

বিভাগের সভাপতি অধ্যাপক ড. আব্দুল মোত্তালিব বলেন, এবারের আরবি ভাষা দিবসের মূল প্রতিপাদ্য ‘আরবি ভাষা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই); সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি উদ্ভাবন শক্তিশালীকরণ’। অন্যান্য ভাষা যেভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে উপকৃত হচ্ছে, একইভাবে এর মাধ্যমে যেন আরবি ভাষাও উপকৃত হতে পারে। ভাষা শিক্ষাদান, গবেষণা ও প্রচারসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনায় যেন এআই-এর সহযোগিতা ব্যাপকভাবে গ্রহণ করা যায়। এছাড়াও এর মাধ্যমে যেন স্বয়ংক্রিয়ভাবে ভাষা বিষয়ক অনেক সমস্যার সমাধান, অনুবাদ, টেক্সট পাঠ ও বিশ্লেষণ করা যায়। সেই সঙ্গে সাংস্কৃতিক ঐতিহ্য ঠিক রেখে এক্ষেত্রে ব্যাপক আবিষ্কার এবং উদ্ভাবনকে উৎসাহিত করার প্রতিও বিশেষ গুরুত্বারোপ করা হচ্ছে এবারের আয়োজনে।

সবুজদেশ/এসইউ

About Author Information
আপডেট সময় : ০৫:৪৮:১০ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪
১৩ Time View

ইবিতে আরবি ভাষা দিবসে র‍্যালি

আপডেট সময় : ০৫:৪৮:১০ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪

 

বর্ণাঢ্য আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আন্তর্জাতিক আরবি ভাষা দিবস উদযাপিত হয়েছে। বুধবার (১৮ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের আরবি ভাষা ও সাহিত্য বিভাগ র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করে।

দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল একাডেমিক ভবন থেকে বিভাগের সামনে থেকে র‍্যালি বের হয়। এতে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহসহ বিভাগের শতাধিক শিক্ষক-শিক্ষার্থী অংশ নেন। র‍্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই ভবনের গগণ হরকরা গ্যালারি কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। র‍্যালিতে শিক্ষার্থীরা আরবি ভাষা সংক্রান্ত বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

আলোচনা সভায় বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোত্তালিবের সভাপতিত্বে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. ইয়াকুব আলী ও থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. আ ব ম সিদ্দিকুর রহমান আশ্রাফি, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, শেখ হাসিনা হলের প্রভোস্ট অধ্যাপক ড. এ কে এম শামছুল হক ছিদ্দিকী, প্রেস প্রশাসক অধ্যাপক ড. এ কে এম মফিজুল ইসলাম, বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল্লাহ, অধ্যাপক ড. মাহবুবুর রহমান, অধ্যাপক ড. আব্দুল মালেক ও অধ্যাপক ড. মোস্তাক মোহাম্মদ আব্দুল মুক্তাদির মুনওয়ার আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

বিভাগের সভাপতি অধ্যাপক ড. আব্দুল মোত্তালিব বলেন, এবারের আরবি ভাষা দিবসের মূল প্রতিপাদ্য ‘আরবি ভাষা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই); সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি উদ্ভাবন শক্তিশালীকরণ’। অন্যান্য ভাষা যেভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে উপকৃত হচ্ছে, একইভাবে এর মাধ্যমে যেন আরবি ভাষাও উপকৃত হতে পারে। ভাষা শিক্ষাদান, গবেষণা ও প্রচারসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনায় যেন এআই-এর সহযোগিতা ব্যাপকভাবে গ্রহণ করা যায়। এছাড়াও এর মাধ্যমে যেন স্বয়ংক্রিয়ভাবে ভাষা বিষয়ক অনেক সমস্যার সমাধান, অনুবাদ, টেক্সট পাঠ ও বিশ্লেষণ করা যায়। সেই সঙ্গে সাংস্কৃতিক ঐতিহ্য ঠিক রেখে এক্ষেত্রে ব্যাপক আবিষ্কার এবং উদ্ভাবনকে উৎসাহিত করার প্রতিও বিশেষ গুরুত্বারোপ করা হচ্ছে এবারের আয়োজনে।

সবুজদেশ/এসইউ