ঢাকা ১২:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ইবিতে পরীক্ষা দিতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক

  • সবুজদেশ ডেস্ক:
  • Update Time : ০৭:২৭:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫
  • ৩০১ বার পড়া হয়েছে।

 

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) পরীক্ষা দিতে এসে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা শাহরিয়ার হিমেলকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২০ মে) দুপুর সাড়ে ১২টার দিকে পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয়ের টিএসসিসি ভবন থেকে তাকে আটক করা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সহায়তায় তাকে ইবি থানায় সোপর্দ করা হয়।

আটক শাহরিয়ার হিমেল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সম্পাদক এবং চারুকলা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

জানা গেছে, আন্দোলনের সময় হিমেল বিভিন্ন সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে আন্দোলনবিরোধী অবস্থান নিয়ে স্ট্যাটাস দিয়েছেন বলে অভিযোগ রয়েছে। এছাড়া, ছাত্রলীগের নিষিদ্ধ কমিটির সহ-সম্পাদক থাকাকালীন তিনি বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত ছিলেন বলেও অভিযোগ করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার তিনি বিভাগে পরীক্ষা দিতে আসলে শিক্ষার্থীরা তাকে শনাক্ত করে আটক করেন।

আটক হওয়ার পর শাহরিয়ার হিমেল বলেন, ‘আমি আন্দোলনের সময় শুধু গ্রাফিতি করেছিলাম। তবুও আমার সঙ্গে এমন আচরণ করা হয়েছে। এটি আমার সঙ্গে অন্যায় হয়েছে।’

এ বিষয়ে ইবি থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান বলেন, ‘শিক্ষার্থীরা তাকে থানায় সোপর্দ করেছে। তিনি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সঙ্গে জড়িত ছিলেন বলে জেনেছি। তার বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

আগামী ৩ থেকে ৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন: আইন উপদেষ্টা

ইবিতে পরীক্ষা দিতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক

Update Time : ০৭:২৭:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫

 

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) পরীক্ষা দিতে এসে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা শাহরিয়ার হিমেলকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২০ মে) দুপুর সাড়ে ১২টার দিকে পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয়ের টিএসসিসি ভবন থেকে তাকে আটক করা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সহায়তায় তাকে ইবি থানায় সোপর্দ করা হয়।

আটক শাহরিয়ার হিমেল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সম্পাদক এবং চারুকলা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

জানা গেছে, আন্দোলনের সময় হিমেল বিভিন্ন সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে আন্দোলনবিরোধী অবস্থান নিয়ে স্ট্যাটাস দিয়েছেন বলে অভিযোগ রয়েছে। এছাড়া, ছাত্রলীগের নিষিদ্ধ কমিটির সহ-সম্পাদক থাকাকালীন তিনি বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত ছিলেন বলেও অভিযোগ করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার তিনি বিভাগে পরীক্ষা দিতে আসলে শিক্ষার্থীরা তাকে শনাক্ত করে আটক করেন।

আটক হওয়ার পর শাহরিয়ার হিমেল বলেন, ‘আমি আন্দোলনের সময় শুধু গ্রাফিতি করেছিলাম। তবুও আমার সঙ্গে এমন আচরণ করা হয়েছে। এটি আমার সঙ্গে অন্যায় হয়েছে।’

এ বিষয়ে ইবি থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান বলেন, ‘শিক্ষার্থীরা তাকে থানায় সোপর্দ করেছে। তিনি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সঙ্গে জড়িত ছিলেন বলে জেনেছি। তার বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।