ইবির পরীক্ষা হবে ঈদের পর
ইবি প্রতিনিধিঃ
পবিত্র ঈদুল আযহার পরে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের সব শিক্ষাবর্ষের পরীক্ষা গ্রহন করবে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। করোনা পরিস্থিতি বিবেচনা করে বিভাগগুলো তাদের একাডেমিক কমিটির সিদ্ধান্ত অনুসারে অনলাইন বা স্বশরীরে পরীক্ষা গ্রহনের পদ্ধতি নির্ধারণ করবে। শনিবার বিশ্ববিদ্যালয়ের ১২০তম একাডেমিক কমিটির সভায় এ সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে বলে নিশ্চিত করেছে রেজিস্ট্রার দপ্তর।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আতাউর রহমান বলেন, পবিত্র ঈদুল আযহার পরের সপ্তাহ থেকে সব বিভাগের পরীক্ষা কার্যক্রম শুরুর সিদ্ধান্ত হয়েছে। এ ক্ষেত্রে বিভাগগুলোকে শিক্ষাবর্ষের ধারাবাহিকতা অনুযায়ী পরীক্ষা গ্রহন করতে হবে। বিভাগ চাইলে স্বশরীরে ও অনলাইনে পরীক্ষা নিতে পারবে। করোনা পরিস্থিতি বিবেচনা করে পরীক্ষা স্বশরীরে নাকি অনলাইনে গ্রহন করা হবে সে বিষয়ে সিন্ধান্ত গ্রহন করবে বিভাগের একাডেমিক কমিটি।
এছাড়াও সরকারী সিদ্ধান্ত না হলে আবাসিক হল বন্ধ থাকবে বলে জানান তিনি। এর আগে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের সভাপতিত্বে সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে একাডেমিক কমিটির সভা শুরু হয়।
সবুজদেশ/এসইউ