ইবি ছাত্রদলের আহবায়ক কমিটি ঘোষণা
নিজস্ব প্রতিবেদক:
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদলের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
বুধবার কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল এ কমিটি ঘোষণা করেন।
কমিটিতে মো: সায়েদ আহম্মেদকে আহবায়ক ও মাসুদ রুমী মিথুনকে সদস্য সচিব ঘোষণা করা হয়েছে।
দলীয় সূত্রে জানা যায়, সর্বশেষ ২০১০ সালের ১৭ মার্চ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের কমিটি অনুমোদন দেয় তৎকালীন কেন্দ্রীয় কমিটি। কমিটিতে আইন বিভাগের ২০০৩-০৪ শিক্ষাবর্ষের ছাত্র ওমর ফারুককে সভাপতি এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০০৫-০৬ শিক্ষাবর্ষের ছাত্র রাশেদুল ইসলামকে সাধারণ সম্পাদক করে দুই বছরের জন্য সাত সদস্য বিশিষ্ট কমিটি অুনমোদন দেয়া হয়।
কমিটি ঘোষণার ৩ মাস পরেই ১১১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি করে কেন্দ্রের অনুমোদন নেয় তারা। তবে দুই বছরের কমিটি অতিক্রম করেছে ৯ বছর। গত ১৮ মার্চ ১০ বছরে পদার্পণ করে কমিটি।