ইবি ছাত্রীর মোবাইল-ব্যাগ ছিনতাই
ইবিঃ
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক ছাত্রীর মোবাইল-ব্যাগ ছিনিয়ে নিয়ে গেছে ছিনতাইকারী।
কুষ্টিয়া শহরের টালিপাড়া এলাকার রাস্তার গলিতে এ ঘটনা ঘটে। এ সময় ওই ছাত্রীর বাম হাতের বৃদ্ধা আঙ্গুল কিছুটা কেটে গেছে।
আহত ওই ছাত্রীর নাম জান্নাতুল ফেদৌসি ইরা। তিনি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী বলে জানা গেছে।
জানা গেছে, জান্নাতুল ফেদৌসি কুষ্টিয়া সরকারি কলেজের পিছনে (টালিপাড়া এলাকা) মায়ের দোয়া নামে একটি মেসে থাকেন। সন্ধ্যায় গলি পথে হেঁটে বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় মোটরসাইকেলে করে দুইজন ছিনতাইকারী তার হাতে থাকা ব্যাগ জোর করে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। ব্যাগ জোর করে টান দেয়ায় ওই ছাত্রীর বাম হাতের বৃদ্ধা আঙ্গুলে কিছুটা কেটে গেছে।
ব্যাগে ছাত্রীর ব্যবহৃত একটি মোবাইল ফোন, এক হাজার টাকা, জাতীয় পরিচয় পত্র, বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র, লাইব্রেরি কার্ডসহ প্রয়োজনীয় জিনিসপত্র ছিল।
এ ঘটনায় কুষ্টিয়া পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে রাস্তার সিসি ফুটেজ দেখে ছিনতাইকারী সনাক্ত করার চেষ্টা করছেন বলে জানা গেছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. পরেশ চন্দ্র বর্ম্মন বলেন, ‘বিষয়টি শোনার সঙ্গে সঙ্গে আমি ঘটনাস্থলে এসেছি। ওই ছাত্রী সুস্থ রয়েছে। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সিসি ক্যামেরার ফুটেজ দেখে ছিনতাইকারী সনাক্তের চেষ্টা করছে।