ইবি শিক্ষক সমিতির নির্বাচন স্থগিত
ইবি প্রতিনিধিঃ
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২১ স্থগিত করেছে নির্বাচন কমিশন। মঙ্গলবার রিটার্নিং অফিসার অধ্যাপক ড. এম আব্দুস ছোবহান স্বাক্ষরিত এক বিবৃতিতে নির্বাচনের স্থগিতাদেশ প্রদান করা হয়।
ক্যাম্পাস সূত্রে, গত ১৭ জানুয়ারি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২১ আয়োজনের জন্য নির্বাচন কমিশন গঠন করে শিক্ষক সমিতি। এতে সমিতির গঠনতন্ত্রের ৭ এর ২ (ক) ধারা লঙ্ঘিত হয়। পরে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত এবং বিভিন্ন শিক্ষক সংগঠনের দাবির মুখে ক্যাম্পাসের সকল শিক্ষক সংগঠনের সাথে মতবিনিময় করে নির্বাচন কমিশন।
শেষে ক্যাম্পাস পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত হবে না মর্মে সিন্ধান্ত গৃহীত হয়। পরিস্থিতি স্বাভাবিক হলে গঠনতন্ত্রের ৭এর ২(ক) ধারা অনুযায়ী নির্বাচন আয়োজনের বিষয়ে সিন্ধান্ত গ্রহন করা হবে বলে জানা যায়।