ঢাকা ০৬:৫১ অপরাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫, ১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ইবি শিক্ষার্থীর গলায় রামদা ধরে ছিনতাই

  • সবুজদেশ ডেস্ক:
  • Update Time : ০৮:৩১:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫
  • ২২ বার পড়া হয়েছে।

 

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক ছাত্রী ঈদের ছুটি শেষে বাড়ি থেকে ক্যাম্পাসে ফেরার পথে ছিনতাইকারীদের কবলে পড়েছেন। এ সময় ছিনতাইকারীরা তার গলায় রামদা ধরে কাছে থাকা নগদ আড়াই হাজার টাকা ও সঙ্গে থাকা লাগেজ নিয়ে যায়। ওই লাগেজে তার ল্যাপটপ ও প্রয়োজনীয় জামা-কাপড় ছিল।

বৃহস্পতিবার সকালে দিনাজপুরের রানীগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী জানান, ভোর সাড়ে ৫টায় বাস ধরার জন্য ইজিবাইকে রওনা দিলে একটি নির্জন পথে এলে হঠাৎ ৫-৬ জন ছিনতাইকারী তাদের গতিরোধ করেন। প্রথমে তারা চালকের মোবাইল ও ইজিবাইকের চাবি ছিনিয়ে নিয়ে চালককে বেঁধে ফেলে। এ সময় ভুক্তভোগী ছাত্রীর গলায় রামদা ধরে নগদ টাকা ও লাগেজ ছিনিয়ে নেয় তারা। পরে ছিনতাইকারীরা তাকে জোর করে নামিয়ে দিয়ে ইজিবাইকটি নিয়ে পালিয়ে যায়। তবে ওই ছাত্রীর মোবাইল ফোনটি ছিনতাইকারীরা নিতে না পারায় পরবর্তীতে রাস্তার পাশে থাকা এতিমখানায় আশ্রয় নিয়ে মোবাইল ফোনের মাধ্যমে বাড়িতে যোগাযোগ করলে ভুক্তভোগীর পরিবারের সদস্যরা এসে তাকে নিয়ে যান।

নাম প্রকাশ না করার শর্তে ভুক্তভোগী ওই ছাত্রী বলেন, আমি সবসময় ওই রাস্তায় একাই যাতায়াত করি। আগে কখনো এমন ঘটনা ঘটেনি। আমি অনেক ভয় পেয়েছি। তবে এখন নিরাপদে আছি। এ ঘটনায় ওই ছাত্রী থানায় কোনো অভিযোগ করেননি বলে জানা গেছে।

সবুজদেশ/এসইউ

ইবি শিক্ষার্থীর গলায় রামদা ধরে ছিনতাই

Update Time : ০৮:৩১:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫

 

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক ছাত্রী ঈদের ছুটি শেষে বাড়ি থেকে ক্যাম্পাসে ফেরার পথে ছিনতাইকারীদের কবলে পড়েছেন। এ সময় ছিনতাইকারীরা তার গলায় রামদা ধরে কাছে থাকা নগদ আড়াই হাজার টাকা ও সঙ্গে থাকা লাগেজ নিয়ে যায়। ওই লাগেজে তার ল্যাপটপ ও প্রয়োজনীয় জামা-কাপড় ছিল।

বৃহস্পতিবার সকালে দিনাজপুরের রানীগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী জানান, ভোর সাড়ে ৫টায় বাস ধরার জন্য ইজিবাইকে রওনা দিলে একটি নির্জন পথে এলে হঠাৎ ৫-৬ জন ছিনতাইকারী তাদের গতিরোধ করেন। প্রথমে তারা চালকের মোবাইল ও ইজিবাইকের চাবি ছিনিয়ে নিয়ে চালককে বেঁধে ফেলে। এ সময় ভুক্তভোগী ছাত্রীর গলায় রামদা ধরে নগদ টাকা ও লাগেজ ছিনিয়ে নেয় তারা। পরে ছিনতাইকারীরা তাকে জোর করে নামিয়ে দিয়ে ইজিবাইকটি নিয়ে পালিয়ে যায়। তবে ওই ছাত্রীর মোবাইল ফোনটি ছিনতাইকারীরা নিতে না পারায় পরবর্তীতে রাস্তার পাশে থাকা এতিমখানায় আশ্রয় নিয়ে মোবাইল ফোনের মাধ্যমে বাড়িতে যোগাযোগ করলে ভুক্তভোগীর পরিবারের সদস্যরা এসে তাকে নিয়ে যান।

নাম প্রকাশ না করার শর্তে ভুক্তভোগী ওই ছাত্রী বলেন, আমি সবসময় ওই রাস্তায় একাই যাতায়াত করি। আগে কখনো এমন ঘটনা ঘটেনি। আমি অনেক ভয় পেয়েছি। তবে এখন নিরাপদে আছি। এ ঘটনায় ওই ছাত্রী থানায় কোনো অভিযোগ করেননি বলে জানা গেছে।

সবুজদেশ/এসইউ