ঢাকা ১২:৪০ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ইয়েমেনে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

Reporter Name

সবুজদেশ ডেস্কঃ

ইয়েমেনে হুথি বিদ্রোহীদের ওপর আবারও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার রাতে এ হামলা চালানো হয়। 

বৃহস্পতিবার মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 

এর আগে বুধবার মার্কিন সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হয়, ইয়েমেনের হুথি বিদ্রোহীদের নিয়ন্ত্রিত এলাকা থেকে উৎক্ষেপণ করা একটি ড্রোন এডেন উপসাগরে মার্কিন মালিকানাধীন একটি জাহাজে আঘাত করেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। 

গত নভেম্বর থেকে গাজা যুদ্ধের জেরে লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলা চালাচ্ছেন হুথিরা। এতে এশিয়া ও ইউরোপের অনেক দেশের বাণিজ্যই মন্থর হয়ে গেছে। 

হুথির পক্ষ থেকে বলা হয়, তারা গাজায় ফিলিস্তিনিদের সঙ্গে একাত্মতা প্রকাশ করছে। সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ব্রিটিশ হামলার পর ইয়েমেনের এই বিদ্রোহী গোষ্ঠীটি জানায়, মার্কিন জাহাজগুলোকে লক্ষ্য করে তারা হামলা আরও বাড়াবে।   

বুধবার হুতি বিদ্রোহীদের আবারও সন্ত্রাসী তালিকায় ফিরিয়েছে যুক্তরাষ্ট্র।

About Author Information
আপডেট সময় : ১১:৩৮:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী ২০২৪
১৩১ Time View

ইয়েমেনে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

আপডেট সময় : ১১:৩৮:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী ২০২৪

সবুজদেশ ডেস্কঃ

ইয়েমেনে হুথি বিদ্রোহীদের ওপর আবারও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার রাতে এ হামলা চালানো হয়। 

বৃহস্পতিবার মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 

এর আগে বুধবার মার্কিন সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হয়, ইয়েমেনের হুথি বিদ্রোহীদের নিয়ন্ত্রিত এলাকা থেকে উৎক্ষেপণ করা একটি ড্রোন এডেন উপসাগরে মার্কিন মালিকানাধীন একটি জাহাজে আঘাত করেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। 

গত নভেম্বর থেকে গাজা যুদ্ধের জেরে লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলা চালাচ্ছেন হুথিরা। এতে এশিয়া ও ইউরোপের অনেক দেশের বাণিজ্যই মন্থর হয়ে গেছে। 

হুথির পক্ষ থেকে বলা হয়, তারা গাজায় ফিলিস্তিনিদের সঙ্গে একাত্মতা প্রকাশ করছে। সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ব্রিটিশ হামলার পর ইয়েমেনের এই বিদ্রোহী গোষ্ঠীটি জানায়, মার্কিন জাহাজগুলোকে লক্ষ্য করে তারা হামলা আরও বাড়াবে।   

বুধবার হুতি বিদ্রোহীদের আবারও সন্ত্রাসী তালিকায় ফিরিয়েছে যুক্তরাষ্ট্র।