ঢাকা ০২:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ইরানের প্রেসিডেন্টের সঙ্গে ইমরান খানের বৈঠক

  • Reporter Name
  • Update Time : ০৮:১০:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ সেপ্টেম্বর ২০২১
  • ২০৬ বার পড়া হয়েছে।

সবুজদেশ ডেস্কঃ

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান আফগানিস্তান নিয়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সঙ্গে বৈঠক করেছেন। বার্তা সংস্থা এপি শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার এক বিবৃতিতে জানায়, এই দুই নেতা সাংহাই সহযোগিতা সংস্থার সম্মেলনে অংশ নিতে তাজিকিস্তানের দুশানবেতে রয়েছেন। সেখানেই এই বৈঠক অনুষ্ঠিত হয়।

এই আলোচনায় আফগানিস্তানসহ বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয় প্রাধান্য পেয়েছে।  এ সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান শান্তিপূর্ণ, স্থিতিশীল এবং সমৃদ্ধ আফগানিস্তান গঠনে তার দেশের গুরুত্বপূর্ণ স্বার্থ তুলে ধরেন।

ইমরান খান চীন ও রাশিয়া অধ্যুষিত সংগঠনের সদস্যদের একটি বৈঠকে অংশ নিতে তাজিকিস্তান সফর করছেন। ওই সম্মেলনে আফগানিস্তানের ভবিষ্যত নিয়েই আলোচনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

তালেবান গত মাসে আফগানিস্তানের ক্ষমতা দখল করেছে। বিশ্বের অন্যান্য দেশের মতো পাকিস্তান এখনো তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি।  বিশ্ব সম্প্রদায়ের সঙ্গে আলোচনা করেই এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে ইমরান খানের সরকার।

Tag :
জনপ্রিয়

সীমান্তে গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ ফিরিয়ে দিল ভারত

ইরানের প্রেসিডেন্টের সঙ্গে ইমরান খানের বৈঠক

Update Time : ০৮:১০:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ সেপ্টেম্বর ২০২১

সবুজদেশ ডেস্কঃ

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান আফগানিস্তান নিয়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সঙ্গে বৈঠক করেছেন। বার্তা সংস্থা এপি শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার এক বিবৃতিতে জানায়, এই দুই নেতা সাংহাই সহযোগিতা সংস্থার সম্মেলনে অংশ নিতে তাজিকিস্তানের দুশানবেতে রয়েছেন। সেখানেই এই বৈঠক অনুষ্ঠিত হয়।

এই আলোচনায় আফগানিস্তানসহ বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয় প্রাধান্য পেয়েছে।  এ সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান শান্তিপূর্ণ, স্থিতিশীল এবং সমৃদ্ধ আফগানিস্তান গঠনে তার দেশের গুরুত্বপূর্ণ স্বার্থ তুলে ধরেন।

ইমরান খান চীন ও রাশিয়া অধ্যুষিত সংগঠনের সদস্যদের একটি বৈঠকে অংশ নিতে তাজিকিস্তান সফর করছেন। ওই সম্মেলনে আফগানিস্তানের ভবিষ্যত নিয়েই আলোচনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

তালেবান গত মাসে আফগানিস্তানের ক্ষমতা দখল করেছে। বিশ্বের অন্যান্য দেশের মতো পাকিস্তান এখনো তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি।  বিশ্ব সম্প্রদায়ের সঙ্গে আলোচনা করেই এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে ইমরান খানের সরকার।