ঢাকা ০২:১৩ অপরাহ্ন, বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ২৫ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ইরানে ‘ইসরায়েলি গুপ্তচর’ আটক

Reporter Name

সবুজদেশ ডেস্কঃ

এক ‘ইসরায়েলি গুপ্তচর’সহ বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে জড়িত বেশ কয়েকজনকে আটক করেছে ইরান। সোমবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। তবে আটক ব্যক্তিরা কোন দেশের নাগরিক তা প্রকাশ করা হয়নি। খবর রয়টার্সের।

ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়ের বরাতে বলা হয়েছে, দেশটির পূর্ব আজারবাইজান প্রদেশ থেকে এক ‘ইসরায়েলি গুপ্তচর’ আটক করা হয়েছে। এছাড়া বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থার সঙ্গে যোগাযোগ রাখা আরও কয়েকজনও আটক হয়েছেন।

তেহরানের এ দাবির বিষয়ে এখনও কোনও মন্তব্য করেনি ইসরায়েল।

এর আগে, ২০২০ সালে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে এক ইরানি নাগরিকের মৃত্যুদণ্ড হয়েছিল।

গত বছর ইরানের পরমাণু কর্মসূচির মাস্টারমাইন্ড মহসেন ফখরিজাদেহ হত্যাকাণ্ডে ইসরায়েল সরাসরি জড়িত বলে অভিযোগ রয়েছে তেহরানের।

তবে ইসরায়েল এ বিষয়ে পুরোপুরি নীরব। তারা ফখরিজাদেহ হতাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ স্বীকারও করেনি, অস্বীকারও করেনি।

ফিলিস্তিনে মানবতাবিরোধী অপরাধে জড়িত অভিযোগে ইসরায়েলকে এখনও সার্বভৌম রাষ্ট্রের স্বীকৃতি দেয়নি ইরান।

About Author Information
আপডেট সময় : ০৮:৪৩:৪৮ অপরাহ্ন, সোমবার, ৫ এপ্রিল ২০২১
১৭৪ Time View

ইরানে ‘ইসরায়েলি গুপ্তচর’ আটক

আপডেট সময় : ০৮:৪৩:৪৮ অপরাহ্ন, সোমবার, ৫ এপ্রিল ২০২১

সবুজদেশ ডেস্কঃ

এক ‘ইসরায়েলি গুপ্তচর’সহ বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে জড়িত বেশ কয়েকজনকে আটক করেছে ইরান। সোমবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। তবে আটক ব্যক্তিরা কোন দেশের নাগরিক তা প্রকাশ করা হয়নি। খবর রয়টার্সের।

ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়ের বরাতে বলা হয়েছে, দেশটির পূর্ব আজারবাইজান প্রদেশ থেকে এক ‘ইসরায়েলি গুপ্তচর’ আটক করা হয়েছে। এছাড়া বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থার সঙ্গে যোগাযোগ রাখা আরও কয়েকজনও আটক হয়েছেন।

তেহরানের এ দাবির বিষয়ে এখনও কোনও মন্তব্য করেনি ইসরায়েল।

এর আগে, ২০২০ সালে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে এক ইরানি নাগরিকের মৃত্যুদণ্ড হয়েছিল।

গত বছর ইরানের পরমাণু কর্মসূচির মাস্টারমাইন্ড মহসেন ফখরিজাদেহ হত্যাকাণ্ডে ইসরায়েল সরাসরি জড়িত বলে অভিযোগ রয়েছে তেহরানের।

তবে ইসরায়েল এ বিষয়ে পুরোপুরি নীরব। তারা ফখরিজাদেহ হতাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ স্বীকারও করেনি, অস্বীকারও করেনি।

ফিলিস্তিনে মানবতাবিরোধী অপরাধে জড়িত অভিযোগে ইসরায়েলকে এখনও সার্বভৌম রাষ্ট্রের স্বীকৃতি দেয়নি ইরান।