ইসরাইলি হামলায় গাজায় নিহতের সংখ্যা ছাড়াল ৪৬ হাজার
ইসরাইলি হামলায় অবরুদ্ধ গাজা উপত্যকায় বৃহস্পতিবার অন্তত ২২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে চলমান এই সংঘাতে নিহতের সংখ্যা বেড়ে ৪৬ হাজার ছাড়িয়েছে। শুক্রবার (১০ জানুয়ারি) স্বাস্থ্য কর্মকর্তাদের বরাতে আল জাজিরা এই খবর জানিয়েছে।
ফিলিস্তিনের স্বাস্থ্য কর্মকর্তারা বলেছেন, বৃহস্পতিবার ভোর থেকে ইসরাইলের হামলায় গাজায় অন্তত ২২ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এই হামলায় বহু লোক আহত হয়েছেন এবং ক্ষয়ক্ষতির পরিমাণ ক্রমাগত বাড়ছে।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের প্রথম নয় দিনে ইসরাইলি বাহিনীর হামলায় আনুমানিক ৪৯০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকা থেকে সংবাদমাধ্যমটির প্রতিবেদক জানান, সেখানে মানুষ প্রতিদিন বেঁচে থাকার জন্য লড়াই করছে।
যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির আলোচনার মধ্যেই গাজায় পরিস্থিতি আরও জটিল করে তুলছে। ইসরাইলি বাহিনী ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে নিরলস হামলা চালিয়ে যাচ্ছে।
ইসরাইলি হামলায় প্রায় ধ্বংসস্তূপে পরিণত হওয়া ফিলিস্তিনে প্রায় ২৩ লাখ মানুষ গৃহহীন হয়ে পালিয়ে বেড়াচ্ছেন। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, কমপক্ষে ৪৬ হাজার ৬ জন ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৯ হাজার ৩৭৮ জন আহত হয়েছে।
এদিকে ইসরাইলের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে পশ্চিম তীরে মুখোমুখি অবস্থানে ফিলিস্তিনি কর্তৃপক্ষ (পিএ) ও ফিলিস্তিনির প্রতিরোধ আন্দোলনগোষ্ঠী।
ফিলিস্তিনি কর্তৃপক্ষের নিরাপত্তা বাহিনীর একজন মুখপাত্র জানিয়েছেন, পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে ২৪৭ জন প্রতিরোধ যোদ্ধাকে গ্রেফতার করা হয়েছে। তিনি তাদের বেআইনি বলে অভিহিত করেছেন।
এই গ্রেফতার অভিযানকে কেন্দ্র করে পশ্চিম তীরে উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে, যেখানে প্রতিরোধ যোদ্ধা এবং ইসরাইলি বাহিনীর মধ্যে দীর্ঘদিন ধরে সংঘর্ষ চলছে।
সবুজদেশ/এসইউ