ফিলিস্তিনিদের মুক্তি সংগ্রামের প্রতি সংহতি জানিয়ে গ্লোবাল ধর্মঘটের ডাকের প্রতি সাড়া জানিয়ে ঝিনাইদহের কালীগঞ্জে বিক্ষোভ মিছিল করেছেন তৌহিদী ছাত্র-জনতা। এ সময় ইসরাইলি পণ্য বয়কটে শহরের ব্যবসা প্রতিষ্ঠানে লিফলেট বিতরণ করা হয়।
সোমবার (৭ এপ্রিল) বিকেল ৪ টার দিকে শহরের মেইন বাসস্ট্যান্ড চত্বর থেকে একটি মিছিল শুরু হয়ে পুরাতন বাজার হয়ে আবার একই স্থানে গিয়ে শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারীরা হাতে প্ল্যাকার্ড নিয়ে গাঁজা বাঁচাও, ইসরায়েলের গণহত্যা বন্ধ কর, এমন নানা স্লোগানে মুখর করে তোলে শহর।
এ সময় মিছিলপূর্ব সমাবেশে বক্তব্য রাখেন, মেহেদী হাসান বাবু, মো. জুয়েল রানা, তারেকুজ্জামান টিপু, রিয়াদ আহাম্মেদ, হাফেজ আবু হুরাইরা, তৌহিদুল ইসলাম তৌহিদ, হুসাইন আহাম্মেদ, তাজুল ইসলামসহ অন্যান্যরা।
বক্তারা বলেন, গাঁজাবাসীর ওপর বর্বরচিত হামলা শুরু করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। আমরা বাংলাদেশর জনগনের পক্ষ থেকে তীব্র নিন্দা জানাচ্ছি। এছাড়াও বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এখনও ইসরাইলি পণ্য ব্যবহৃত হচ্ছে। তাদেরকে আমরা সচেতন করে দিতে চাই। অতি শীঘ্রই ইসরাইলে পণ্য ব্যবহার বন্ধ করতে হবে। তারা ইসরাইলী পণ্য বর্জন করতে ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ করেন।
সবুজদেশ/এসএএস