ঢাকা ০৮:৩১ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ইসরায়েলি হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান নিহত

  • সবুজদেশ ডেস্ক:
  • Update Time : ১২:০৩:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫
  • ১০৮ বার পড়া হয়েছে।

 

তেহরানে বৃহস্পতিবার গভীর রাতে ইসরায়েলি হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল মোহাম্মদ বাঘেরি নিহত হয়েছেন।

ইরানের সরকারি সম্প্রচারক প্রেস টিভি জেনারেল বাঘেরির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। মেজর জেনারেল বাঘেরি ছিলেন ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা। ২০১৬ সাল থেকে বাঘেরি ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

একজন সামরিক গোয়েন্দা বিশেষজ্ঞ হিসেবে বাঘেরি ১৯৮০ সালে বিপ্লবী বাহিনীতে যোগ দেন এবং ১৯৮০-এর দশকের ইরান-ইরাক যুদ্ধে অংশ নেন। বাঘেরি তারবিয়াত-ই মোদারেস বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেন এবং পরে রাজনৈতিক ভূগোলে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন।

বাঘেরি ২৮ জুন, ২০১৬ তারিখে জেনারেল স্টাফের গোয়েন্দা ও অপারেশন বিভাগের ডেপুটি চিফ অফ স্টাফের পদ থেকে সশস্ত্র বাহিনী জেনারেল স্টাফের (এএফজিএস) নতুন চেয়ারম্যান হিসেবে পদোন্নতি পান। বৃহস্পতিবার গভীর রাতে ইরানের প্রধান পারমাণবিক স্থাপনাসহ বেশ কয়েকটি এলাকায় হামলা চালায় ইসরায়েল।

এই হামলায় ইরানের বিপ্লবী গার্ডের প্রধান হোসেইন সালামিও নিহত হয়েছেন। হোসেইন সালামি সম্ভবত ইসরায়েলি হামলায় নিহত বিপ্লবী গার্ডের সবচেয়ে জ্যেষ্ঠ নেতা।

সবুজদেশ/এসএএস

Tag :

ইসরায়েলি হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান নিহত

Update Time : ১২:০৩:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫

 

তেহরানে বৃহস্পতিবার গভীর রাতে ইসরায়েলি হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল মোহাম্মদ বাঘেরি নিহত হয়েছেন।

ইরানের সরকারি সম্প্রচারক প্রেস টিভি জেনারেল বাঘেরির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। মেজর জেনারেল বাঘেরি ছিলেন ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা। ২০১৬ সাল থেকে বাঘেরি ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

একজন সামরিক গোয়েন্দা বিশেষজ্ঞ হিসেবে বাঘেরি ১৯৮০ সালে বিপ্লবী বাহিনীতে যোগ দেন এবং ১৯৮০-এর দশকের ইরান-ইরাক যুদ্ধে অংশ নেন। বাঘেরি তারবিয়াত-ই মোদারেস বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেন এবং পরে রাজনৈতিক ভূগোলে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন।

বাঘেরি ২৮ জুন, ২০১৬ তারিখে জেনারেল স্টাফের গোয়েন্দা ও অপারেশন বিভাগের ডেপুটি চিফ অফ স্টাফের পদ থেকে সশস্ত্র বাহিনী জেনারেল স্টাফের (এএফজিএস) নতুন চেয়ারম্যান হিসেবে পদোন্নতি পান। বৃহস্পতিবার গভীর রাতে ইরানের প্রধান পারমাণবিক স্থাপনাসহ বেশ কয়েকটি এলাকায় হামলা চালায় ইসরায়েল।

এই হামলায় ইরানের বিপ্লবী গার্ডের প্রধান হোসেইন সালামিও নিহত হয়েছেন। হোসেইন সালামি সম্ভবত ইসরায়েলি হামলায় নিহত বিপ্লবী গার্ডের সবচেয়ে জ্যেষ্ঠ নেতা।

সবুজদেশ/এসএএস