ইয়াবা বিক্রির সময় র্যাবের হাতে তিন ব্যক্তি আটক
সবুজদেশ ডেক্সঃ দিনাজপুরের সুজাপুরে ইয়াবা বিক্রির সময় অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৩) দিনাজপুর ক্যাম্পের সদস্যরা। আজ বৃহস্পতিবার ভোরে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার সুজাপুর এলাকা থেকে ওই তিনজনকে আটক করা হয়েছে। র্যাব দিনাজপুর ক্যাম্পের সহকারী পুলিশ সুপার (এএসপি) আহসান হাবীব এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
আটক করা ব্যক্তিরা হলেন বিরামপুর উপজেলার কুরশাখালী গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে আবু বক্কর (২৫), ফুলবাড়ী উপজেলার মধ্য চকচকা গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে মো. আবদুল মালেক (৩২) ও দক্ষিণ সুজাপুর গ্রামের মৃত দিন মোহাম্মদের ছেলে ইমরান হোসেন (৩৫)।
এএসপি আহসান হাবীব প্রথম আলোকে বলেন, ভোরে সুজাপুরে একদল মাদক বিক্রেতার ইয়াবা বড়ি বিক্রির তথ্য পেয়ে র্যাবের একটি দল আবু বক্করকে প্রথমে আটক করে। এরপর অন্যদের আটক করা হয়। এ সময় আটক করা ব্যক্তিদের কাছ থেকে ১ হাজার ৬২টি ইয়াবা বড়ি জব্দ করা হয়। এ ঘটনায় র্যাব একটি মামলা করবে।