ঢাকা ০৪:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫, ৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

উত্তরায় বিমান বিধ্বস্ত: শিশু রাইসা এখনো নিখোঁজ

  • সবুজদেশ ডেস্ক:
  • Update Time : ০৫:২৬:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
  • ৩২ বার পড়া হয়েছে।

 

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার পর থেকে তৃতীয় শ্রেণির ছাত্রী রাইসা মনিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পরিবারের সদস্য ও স্বজনরা বিভিন্ন জায়গায় খোঁজ নিয়েও তার সন্ধান পায়নি।

মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে রাইসার চাচা ইমদাদুল বলেন, “সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবি, যেখানে বলা হচ্ছে, রাইসাকে পাওয়া গেছে, তা সত্য নয়। ছবিটি দেখে আমাদের মনে হলো, হয়তো ও আমাদের রাইসা। কিন্তু সেটাও নয়। আমাদের হৃদয় ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে।”

তিনি বলেন, “পরিবারের সবাই দিনরাত হাসপাতালে হাসপাতালে ছুটে বেড়াচ্ছেন। এখনো রাইসার কোনো সন্ধান মেলেনি।”

রাইসার মামা আজ ভোরে আবারো দুর্ঘটনাস্থলে ছুটে যান। ধ্বংসস্তূপের মাঝে হাতড়ে খুঁজতে থাকেন প্রিয় ভাগনিকে। সেখানে তিনি রাইসার স্কুল ব্যাগ, তার আইডি কার্ড আর একটি খাতা পান। তিনি বলেন, “এই ব্যাগটা ওর সঙ্গে সবসময় থাকতো। এখন এটাই আমাদের একমাত্র সান্ত্বনা।”

সবুজদেশ/এসএএস

Tag :

ঝিনাইদহে চাতাল শ্রমিককে আটকে রেখে হত্যার অভিযোগ

উত্তরায় বিমান বিধ্বস্ত: শিশু রাইসা এখনো নিখোঁজ

Update Time : ০৫:২৬:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫

 

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার পর থেকে তৃতীয় শ্রেণির ছাত্রী রাইসা মনিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পরিবারের সদস্য ও স্বজনরা বিভিন্ন জায়গায় খোঁজ নিয়েও তার সন্ধান পায়নি।

মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে রাইসার চাচা ইমদাদুল বলেন, “সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবি, যেখানে বলা হচ্ছে, রাইসাকে পাওয়া গেছে, তা সত্য নয়। ছবিটি দেখে আমাদের মনে হলো, হয়তো ও আমাদের রাইসা। কিন্তু সেটাও নয়। আমাদের হৃদয় ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে।”

তিনি বলেন, “পরিবারের সবাই দিনরাত হাসপাতালে হাসপাতালে ছুটে বেড়াচ্ছেন। এখনো রাইসার কোনো সন্ধান মেলেনি।”

রাইসার মামা আজ ভোরে আবারো দুর্ঘটনাস্থলে ছুটে যান। ধ্বংসস্তূপের মাঝে হাতড়ে খুঁজতে থাকেন প্রিয় ভাগনিকে। সেখানে তিনি রাইসার স্কুল ব্যাগ, তার আইডি কার্ড আর একটি খাতা পান। তিনি বলেন, “এই ব্যাগটা ওর সঙ্গে সবসময় থাকতো। এখন এটাই আমাদের একমাত্র সান্ত্বনা।”

সবুজদেশ/এসএএস