ঢাকা ০৩:১৪ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

একটি খেলায় প্রথম, কিন্তু পুরষ্কার নেয়া হলো না রনির

Reporter Name

বিশেষ প্রতিনিধিঃ

ঘড়ির কাটা তখন ১০ টা ছুই ছুই। সহপাঠীরা সবাই ব্যস্ত খেলবে। রনিও খেলায় অংশ নিবে। কিন্তু রাস্তার ওপারে রাখা গাড়িতে নিজের জুতা রাখতে যায় রনি। সহপাঠীদের মাছে ফিরে আসতে গিয়ে রাস্তা পারাপারে ঘাতক পিকআপের সজোর আঘাতে ঘটনাস্থলেই মৃত্যের কোলে ঢোলে পড়ে রনি। সহপাঠীদের সাথে আর কখনো খেলা হবে না রনির।

রনি উপজেলার দাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির মেধাবী ছাত্র। শ্রেণিকক্ষে তার রোল ১। একটি খেলাই প্রথমও হয়েছিল রনি কিন্তু পুরষ্কার নেওয়া হলো না। রনি উপজেলার ধলাই গ্রামের বাহাজ্জেল হোসেনের ছেলে।

প্রত্যাক্ষদর্শীরা জানায়, আন্তঃ ইউনিয়ন প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে শাহপুর-ঘিঘাটি এলাকার একটি মাঠে খেলা করতে আসে রনি। এসময় রাস্তা পারাপারের সময় একটি পিকআপ তাকে চাঁপা দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহা: মাহফুজুর রহমান মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘাতক পিকআপটি আটক করা সম্ভব হয়নি।

https://www.youtube.com/watch?v=-cYaTYmql34

About Author Information
আপডেট সময় : ০৯:০৬:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২০
৩৮৯ Time View

একটি খেলায় প্রথম, কিন্তু পুরষ্কার নেয়া হলো না রনির

আপডেট সময় : ০৯:০৬:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২০

বিশেষ প্রতিনিধিঃ

ঘড়ির কাটা তখন ১০ টা ছুই ছুই। সহপাঠীরা সবাই ব্যস্ত খেলবে। রনিও খেলায় অংশ নিবে। কিন্তু রাস্তার ওপারে রাখা গাড়িতে নিজের জুতা রাখতে যায় রনি। সহপাঠীদের মাছে ফিরে আসতে গিয়ে রাস্তা পারাপারে ঘাতক পিকআপের সজোর আঘাতে ঘটনাস্থলেই মৃত্যের কোলে ঢোলে পড়ে রনি। সহপাঠীদের সাথে আর কখনো খেলা হবে না রনির।

রনি উপজেলার দাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির মেধাবী ছাত্র। শ্রেণিকক্ষে তার রোল ১। একটি খেলাই প্রথমও হয়েছিল রনি কিন্তু পুরষ্কার নেওয়া হলো না। রনি উপজেলার ধলাই গ্রামের বাহাজ্জেল হোসেনের ছেলে।

প্রত্যাক্ষদর্শীরা জানায়, আন্তঃ ইউনিয়ন প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে শাহপুর-ঘিঘাটি এলাকার একটি মাঠে খেলা করতে আসে রনি। এসময় রাস্তা পারাপারের সময় একটি পিকআপ তাকে চাঁপা দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহা: মাহফুজুর রহমান মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘাতক পিকআপটি আটক করা সম্ভব হয়নি।

https://www.youtube.com/watch?v=-cYaTYmql34