একটি স্বপ্নের মৃত্যু: চোখের সামনেই ডুবে গেল আবির!
বিশেষ প্রতিনিধিঃ
সহপাঠীদের সাথে গিয়েছিল শিক্ষা সফরে কুষ্টিয়ার শিলাইদহ রবীন্দ্রনাথের কুঠিবাড়িতে। দুপুরে পদ্মার চরে ফুটবল খেলে বন্ধুদের সাথে নেমেছিল গোসল করতে। সবাই গোসল শেষে উঠে পড়লেও পরকালে পাড়ি দিল আবির। সবার চোখের সামনেই নদীতে ডুবে মারা গেল সে। মৃত্যু হলো একটি স্বপ্নের।
খবর পেয়ে সোমবার ঘটনাস্থলে গিয়ে জাল টেনে এবং ডুব দিয়ে খোজাখুঁজি করেন স্থানীয়রা। কিন্তু তার সন্ধান পাওয়া যায়নি। পরে খুলনা থেকে ডুবুরি দলের সদস্যরা এলে রাত ৯টার দিকে আবিরের মরদেহ উদ্ধার করা হয়।
কুষ্টিয়ার শিলাইদহে পদ্মা নদীতে গোসলে নেমে মৃত কলেজ ছাত্র আবির হাসানের গ্রামের বাড়ি ঝিনাইদহের কোটচাঁদপুরের বালিয়াডাঙ্গা গ্রামে চলছে শোকের মাতম। সে যশোর ক্যান্টনমেন্ট কলেজের এইচএসসি ১ম বর্ষের ছাত্র।
মঙ্গলবার সকালে যশোর ক্যান্টনমেন্ট কলেজে ১ম জানাযা শেষে গ্রামের বাড়িতে লাশ পৌঁছালে সৃষ্টি হয় হৃদয় বিদারক দৃশ্যের। শেষ বারের মত তাকে এক নজর দেখতে সেখানে ভিড় জমায় গ্রামের লোকজন, সহপাঠী ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা। সন্তান হারিয়ে শোকে নিথর হয়ে গেছে বাবা মা। একমাত্র ছেলেকে হারিয়ে জ্ঞান হারিয়ে ফেলছেন তারা। বাদ যোহর দ্বিতীয় জানাযা শেষে রায়পুর গ্রামের কবরস্থানে তাকে দাফন করা হয়।
সোমবার যশোর ক্যান্টনমেন্ট কলেজ থেকে ১৩১ জন শিক্ষার্থী ও ৯ জন শিক্ষক শিক্ষা সফরে শিলাইদহ রবীন্দ্র কুঠিবাড়ীতে যান। দুপুরে পদ্মার চরে কয়েকজন শিক্ষার্থী ফুটবল খেলা শেষে নদীতে গোসল করতে নামেন। এ সময় তাদের মধ্যে আবির হাসান নদীতে ডুবে যান।