একাধিক রেকর্ড গড়ার পথে মেসি
সবুজদেশ ডেস্কঃ
বাংলাদেশ সময় আজ (শনিবার) রাত ১টায় ফ্রেঞ্চ লিগ ওয়ানের শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে প্যারিস সেইন্ট জার্মেইন ও স্ট্রাসবুর্গ।
এই ম্যাচের আগে বেশ কিছু রেকর্ডের সামনে দাঁড়িয়ে আছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি।
আজ পিএসজি চ্যাম্পিয়ন হলে বিশ্বের দ্বিতীয় ফুটবলার হিসেবে সর্বোচ্চ শিরোপা জয়ের রেকর্ডে গড়বেন মেসি। এর আগে ব্রাজিলিয়ান কিংবদন্তি দানি আলভেস সর্বোচ্চ ৪২টি শিরোপা জয়ের রেকর্ডটি গড়েছিলেন।
মেসি সতীর্থদের দিয়ে ২টি গোল করাতে পারলে প্যারিসিয়ানদের ইতিহাসে এক মৌসুমে সর্বোচ্চ ১৮টি অ্যাসিস্টের রেকর্ড গড়বেন।
২০১৫-১৬ মৌসুমে এ রেকর্ডটি গড়েছিলেন অ্যাঞ্জেলো ডি মারিয়া। গত মৌসুমে সে রেকর্ডের কাছাকাছি চলে এসেছিলেন কিলিয়ান এমবাপ্পে। তিনি ১৭ গোলে অ্যাসিস্ট করেছিলেন।
লা লিগায় বার্সেলোনার হয়ে অন্তত চারবার ১৮ বা তার বেশি গোলে সহায়তা করেছেন মেসি। ২০১৯-২০ মৌসুমে মেসির ছিলন ২২টি।